হায়দরাবাদকে তছনছ করলেন রাজস্থানের পেসাররা।
শেষ আপডেট: 24th May 2024 21:33
দ্য ওয়াল ব্যুরো: চেন্নাইয়ের পিচ বরাবর সাহায্য করে থাকে যে কোনও দলের স্পিনারদের। আইপিএল দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজস্থান রয়্যালসের পেসার ট্রেন্ট বোল্ট দেখালেন বড় মঞ্চে তাঁর মতো বোলাররা সফল হতে জানেন। তিনি প্রথম স্পেলেই তিন উইকেট নিয়ে ম্যাচের রং বদলে সহায়তা করেছেন। শেষমেশ হায়দরাবাদ ২০ ওভার শেষে তুলেছে ১৭৫/৯।
বোল্ট দেখালেন তিনিও কেকেআরের পেসার মিচেল স্টার্কের জাতের পেসার। হায়দরাবাদ প্রথমেই চাপে পড়ে গিয়েছে ১৩ রানের মধ্যে একটি উইকেট হারানোয়। চলতি আইপিএলে সাড়া জাগানো ব্যাটার অভিষেক শর্মাকে তুলে নেন বোল্ট। তারপরেও লড়াই করছিলেন হায়দরাবাদের ট্রাভিস হেড (২৮ বলে ৩৪), রাহুল ত্রিপাঠি (১৫ বলে ৩৭)।
রাজস্থানের কিউই পেসার বোল্ট আবারও আঘাত হানেন। তাঁর বলে তিনটি ক্যাচ নিয়েছেন চাহাল। তিনি ফেরান ত্রিপাঠি ও মাক্রামকে (১)। হায়দরাবাদকে তারপরেও টানেন হেনরিচ ক্লাসেন (৫০)। ৩৪ বলে হাফসেঞ্চুরি করেন, আউট হন সন্দীপ শর্মার বলে। ক্লাসেন ছয় মারেন চারটি।
হায়দরাবাদের টেলএন্ডাররা পুরোপুরি ব্যর্থ হয়েছেন। তারা চলতি আইপিএলে দু’বার সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছিল। সেই দলটি এদিন এত নির্বিষ ব্যাটিং করল, যা চেন্নাই দর্শকদের অবাক করেছে।
রাজস্থান টসে জিতে কেন প্রথমে ফিল্ডিং নিয়েছিল, সেটি এই ম্যাচে বোঝা গিয়েছে। দলের মিডিয়াম পেসার মধ্যপ্রদেশের ছেলে আবেশ খান তিন উইকেট পেয়েছেন। তাঁর বোলিংয়ে ঘায়েল সানরাইজার্স দলের নীতিশ কুমার রেড্ডি (৫), আব্দুল সামাদ (০) এবং শাহবাজ আমেদ (১৮)।