শেষ আপডেট: 26th May 2024 22:07
দ্য ওয়াল ব্যুরো: সুনীল নারিন ব্যাট ধরলেই এবার সোনা হয়ে যাচ্ছে। সেই নারিনকে রবিবার ফাইনাল ম্যাচে বিপক্ষের সেরা পেসার প্যাট কামিন্স ফেরালেন মাত্র ছয় রানে।
নারিন ফিরলেও দলের অন্য ওপেনার গুরবাজ খেলছেন। তাঁর সঙ্গী বেঙ্কটেশ নায়ার। ১১ রানের মধ্যে কেকেআরের প্রথম উইকেট পড়েছে। দলের বোলিং ওপেন করেছেন হায়দরাবাদের কামিন্স ও অভিজ্ঞ ভুবনেশ্বর কুমার। উইকেটে এসেই ঝড়ের গতিতে রান তুলছেন কলকাতার বেঙ্কটেশ আইয়ার। তিনি চলতি আইপিএলে দারুণ ছন্দে রয়েছেন।
হায়দরাবাদের রান এত কম যে কেকেআরের ব্যাটারদের চিন্তার কোনও কারণ নেই। এবারের আইপিএলে সবচেয়ে ভারসাম্যযুক্ত দল ছিল কলকাতা। তাদের মেন্টর গৌতম গম্ভীর শুরুতে এসেই দলের ক্রিকেটারদের কাছে লক্ষ্য পরিষ্কার করে দিয়েছিলেন।
সেই লক্ষ্য নিয়েই যাত্রা শুরু করে কেকেআর। তারা মাত্র তিনটি ম্যাচ হেরেছে, না হলে সারা টুর্নামেন্টে টগবগ করে ছুটেছে। ফাইনাল ম্যাচেও দলের বোলাররা দেখালেন আসল খেলা কাকে বলে। হায়দরাবাদের মতো দলকে ১১ রানে বেঁধে রাখাও যথেষ্ট চ্যালেঞ্জের ছিল।
মিচেল স্টার্কের মতো ২৫ কোটির পেসার দেখিয়েছেন সেরা বোলার কাকে বলে। তিনি গত ম্যাচের মতোই এদিনও শুরুতে ঝড় বইয়ে দিয়েছেন। তিনি হয়ে উঠেছেন হ্যামলিনের বাঁশিওয়ালা।