শেষ আপডেট: 30th July 2024 11:55
দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রের একটি জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে এক মার্কিন মহিলাকে। একটি গাছের সামনে পায়ে শিকল বাঁধা অবস্থায় পড়েছিলেন তিনি! এই ঘটনায় মহিলার প্রাক্তন স্বামীর বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে পুলিশ। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই বিদেশি মহিলা। তিনিই একটি লিখিত বয়ান দিয়েছেন পুলিশকে। তার ভিত্তিতেই মহিলার প্রাক্তন স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
যে মহিলাকে উদ্ধার হয়েছেন তাঁর নাম ললিতা কাই। তাঁর কাছ থেকে মার্কিন পাসপোর্টের একটি জেরক্স কপি মিলেছে। এছাড়াও পুলিশ উদ্ধার করে মহিলার আধার কার্ড এবং তামিলনাড়ুর একটি ঠিকানা। সেই ঠিকানার সূত্র ধরেই পুলিশ তদন্ত শুরু করেছে। প্রাথমিক অনুমান করা হয়েছিল, মহিলার স্বামী বা পরিবারের কেউ এই ঘটনায় যুক্ত থাকতে পারেন। সেই আশঙ্কাই সত্যি হল।
পুলিশ প্রথমে জানিয়েছিল, মহিলার কোনও মৌখিক বয়ান নেওয়া যায়নি। তিনি কথা বলার মতো অবস্থায় নেই। কিন্তু পরে তিনি লিখিত বয়ান দেন পুলিশকে। সেখানেই মহিলা লিখেছেন, তাঁর প্রাক্তন স্বামীই তাঁকে ওই জঙ্গলে নিয়ে গিয়ে পায়ে শিকল বেঁধে ফেলে এসেছিলেন। পুলিশের অনুমান, বিগত ১০ বছর ধরে ভারতে আছেন কাই।
মহারাষ্ট্রের সিন্ধুদুর্গ জেলার সোনুর্লি গ্রামের কাছের একটি জঙ্গল থেকে এই মহিলাকে উদ্ধার করা হয়েছে। গ্রামের এক বাসিন্দা কয়েকটি পশু নিয়ে জঙ্গলে গেছিলেন। তখনই মহিলার গোঙানির আওয়াজ পান তিনি। পরে মহিলাকে ওই অবস্থায় দেখে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন। পুলিশ এসে ওই মহিলাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছিল। পরে তাঁর অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় গোয়া মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয় আরও ভাল চিকিৎসার জন্য।