শেষ আপডেট: 15th June 2024 21:05
দ্য ওয়াল ব্যুরো: ইউরো কাপের শুরুটা জমিয়ে দিল সুইজারল্যান্ড। তারা এ গ্রুপের ম্যাচে হাঙ্গেরিকে ৩-১ গোলে হারিয়ে দিয়েছে। কাদোহ দুয়াহ, মিচেল এবিশার ও ব্রিল এমবোলোর গোলে তছনছ করে দিয়েছে হাঙ্গেরিকে।
ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়ে খেলতে থাকেন সুইসরা। গতবার ইউরোতে ফ্রান্সকে তারা বিদায় করে দিয়েছিল। ম্যাচের দ্বিতীয় মিনিট প্রথম আক্রমণ থেকে হাঙ্গেরির সাজালাইর হেড সুইস গোলবারের উপর দিয়ে চলে যায়।
ম্যাচের ১২ মিনিটের মাথায় গোল পেয়ে যায় সুইসরা। এবিশারের ক্রস থেকে দুয়াহ গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন। জাতীয় দলের জার্সি গায়ে এটি তাঁর দ্বিতীয় গোল। সুইজার্যান্ডের হয়ে ইউরোর অভিষেক ম্যাচেই গোল পেলেন তিনি।
২১ মিনিটে দারুণ সুযোগ পেয়েছিলেন হাঙ্গেরির ভার্গাস। কিন্তু তাঁর শট রুখে দেন সুইস গোলরক্ষন ইয়ান সোমার। ম্যাচের ৩৯ মিনিটে সমতায় ফেরার সবচেয়ে বড় সুযোগ হারায় হাঙ্গেরি।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে দুর্দান্ত এক গোল করেন এবিশার। ডি বক্সের বাইরে থেকে ডান পায়ের বাঁকানো শটে গোল করে দলকে নির্ভরতা দিয়েছেন।
দ্বিতীয়ার্ধেও আক্রমণ অব্যাহত রাখেন সুইস তারকারা। ৪৮ মিনিটে দুয়াহর শট রুখে দেন হাঙ্গেরির গোলরক্ষক। ৫৪ মিনিটে আবারও সুযোগ পায় সুইসরা। এবার রুবেন ভার্গাসের শট রুখে দেন গোলরক্ষক। দুই গোলে পিছিয়ে পড়ে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে হাঙ্গেরি। এর ফলও পায় তারা। ৬৬ মিনিটে বার্বাস ভার্গা দারুণ এক ক্রস থেকে হেডে বিপক্ষদের জালে বল রাখেন।