শেষ আপডেট: 24th June 2024 19:23
দ্য ওয়াল ব্যুরো: ইউরো কাপের আসরেই ঘটেছিল ক্রিশ্চিয়ান এরিকসেনের সেই মারাত্মক ঘটনা। ফিনল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ড্যানিশ তারকার হৃদযন্ত্র থেমে গিয়েছিল। তারপর ফের ফুটবলের মূলস্রোতে ফিরেছেন এরিকসেন। সেই ম্যাচে অবশ্য ডেনমার্কের তারকাকে বিপক্ষ দলের কেউ আঘাত করেননি।
এবারও ইউরো কাপের আসরে সেরকমই একটি ঘটনা ঘটতে চলেছিল। হাঙ্গেরির বার্নাবাস ভার্গা বিপক্ষ গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন। তিনি মাটিতে লুটিয়ে পড়ে কাতরাতে থাকেন। দলের সতীর্থরা সবাই প্রায় কান্নায় ভেঙে পড়ে। সারা মাঠ সেই ঘটনায় তাকিয়ে ছিল ভার্গার গতিবিধির ওপর। ভার্গা যন্ত্রণায় ছটফট করছে দেখে তাঁকে দ্রুত হাসপাতালে পাঠাতে হয়। পরে অবশ্য জানা গিয়েছে, তিনি সুস্থ আছেন। হাসপাতালে তাঁকে কড়া পর্যবেক্ষণে রাখতে হয়েছে।
স্কটল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ১-০ গোলে জিতেছে হাঙ্গেরি। ওই জয়কে উৎসর্গ করেন হাঙ্গেরি দলের ফুটবলাররা। শেষ মুহূর্তের গোলে স্কটল্যান্ডকে হারিয়ে শেষ ষোলোর আশা বাঁচিয়ে রেখেছে হাঙ্গেরি। ইউরো চ্যাম্পিয়নশিপের গ্রুপ-এ-তে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে শেষ করেছে তারা। স্কটল্যান্ড অবশ্য হেরে গিয়ে বিদায় নিয়েছে।
জার্মানির স্টুটগার্ট এরেনায় বল দখলে এগিয়ে ছিল স্কটল্যান্ড। তবে আক্রমণের দিক থেকে এগিয়ে ছিল হাঙ্গেরি। ১০০ মিনিটে কেভিন সোবোথের গোলে স্কটল্যান্ডকে ১-০ ব্যবধানে হারায় হাঙ্গেরি।
এবারের ইউরোর ৬ গ্রুপের প্রতিটির প্রথম দুই দল শেষ ষোলয় খেলবে। সেই হিসেবে প্রথম ধাপে ১২ দল নকআউট পর্বে কোয়ালিফাই করবে।