শেষ আপডেট: 19th June 2024 23:55
দ্য ওয়াল ব্যুরো: গোটা দিনটা কেমন যাবে তা সকালই বলে দেয়। ইউরো কাপের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে ৫-১ গোলে জিতেছিল জার্মানি। প্রতিপক্ষকে দুরমুশ করে দ্বিতীয় ম্যাচ হাঙ্গেরির বিরুদ্ধে খেলতে নেমেছিল তারা। এবার অত গোল না হলেও ২-০ তে ম্যাচ জিতল তারা। প্রি-কোয়ার্টার কার্যত নিশ্চিত হয়ে গেল জার্মানদের।
এদিনের ম্যাচে শুরু থেকেই দাপট দেখিয়েছে টনি ক্রুজরা। পরপর আক্রমণ শানাচ্ছিল তারা হাঙ্গেরির বক্সে। তবে কাঙ্ক্ষিত গোলটি পেতে তাঁদের লেগে গেল ২৩ মিনিট। গোল করেন মুসিয়ালা। এর আগে ১১ মিনিটে দুর্দান্ত সুযোগ পেয়েছিল জার্মানি। সেটা হলে অনেক আগেই খেলার ফল ২-০ হয়ে যেতে পারত।
প্রথমার্ধের শেষে মুসিয়ালারই শট অল্পের জন্য দিকভ্রষ্ট হয়। নাহলে গোলের সংখ্যা আরও বাড়ত। যদিও সেই সংখ্যা দ্বিতীয়ার্ধে বাড়িয়ে নিয়েছে তারা। ১-০ গোলে জিতেও আক্রমণের ঝাঁজ কমায়নি জার্মানি। যার ফলেই ৬৭ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন ইকাই গুন্দোগান। তাঁকে নিখুঁত পাস বাড়িয়েছিলেন মুসিয়ালা। সেই বল জালে ঢোকাতে এতুটুকু ভুল করেননি তিনি।
পরপর ২ ম্যাচ জিতে এখন আত্মবিশ্বাসের তুঙ্গে গোটা জার্মান দল। দুই ম্যাচ ৭ গোল করে তারা মাত্র ১টি গোলই খেয়েছে। সেক্ষেত্রে বোঝাই যায় তাঁদের ডিফেন্স কতটা মজবুত আছে। তবে পরের রাউন্ডে খেলা যে আরও কঠিন হবে তা বলাই বাহুল্য।