পুরীতে জগন্নাথ দেবের চন্দন যাত্রায় ভয়াবহ দুর্ঘটনা।
শেষ আপডেট: 30th May 2024 10:31
দ্য ওয়াল ব্যুরো: পুরীতে জগন্নাথ দেবের চন্দন যাত্রায় ভয়াবহ দুর্ঘটনা। বাজি ফেটে ঝলসে গেলেন বহু পুণ্যার্থী। জখম অন্তত ২৫ জন। তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। মৃতর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ও কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। প্রশাসনকে দ্রুত আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, আহতদের চিকিৎসার খরচ ওড়িশার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মেটানো হবে।
#WATCH | Odisha: Several injured after firecrackers exploded during Lord Jagannath's Chandan Yatra festival in Puri. Details awaited. pic.twitter.com/dV7mXHZGga
— ANI (@ANI) May 29, 2024
জানা গেছে, বুধবার রাতে ওড়িশার পুরীতে জগন্নাথদেবের চন্দন যাত্রা উপলক্ষে জড়ো হয়েছিলেন প্রচুর ভক্ত। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কয়েকজন ভক্ত আতশবাজি ফাটাচ্ছিলেন। হঠাৎই বাজির ফুলকি এসে পড়ে বাজির স্তূপের উপরে। তারপরই একের পর এক বিস্ফোরণ হতে শুরু করে।
Odisha CM Naveen Patnaik tweets, "Sorry to hear about the accident near Puri Narendra pool. The chief administrative secretary and the district administration have been directed to ensure proper treatment of the injured and monitor the system. All the medical expenses of the… pic.twitter.com/5bXwQMT4oP
— ANI (@ANI) May 29, 2024
প্রাণ বাঁচাতে অনেকে পাশে থাকা পুকুরে ঝাঁপ দেন। স্থানীয়রা উদ্ধারকাজে হাত লাগান। অগ্নিদগ্ধদের নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছেন, অগ্নিকাণ্ডে ১৫ জন গুরুতর দ্বগ্ধ হয়েছেন। এদের মধ্যে ৪ জনের অবস্থা সঙ্কটজনক। বৃহস্পতিবার সকালে ওই ৪ জনের মধ্যে একজন মহিলা ভক্তের মত্যুর ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রের খবর।