শেষ আপডেট: 29th June 2024 09:06
দ্য ওয়াল ব্যুরো: ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল দুই সব্জি বিক্রেতার। গুরুতর জখম আরও তিনজন। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার সাহাপাড়া এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কলকাতামুখী সব্জির গাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালি বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই সব্জি বিক্রেতার। খবর পেয়ে পুলিশ এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। জানা যাচ্ছে, জখম তিনজনেরই শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। বারুইপুর হাসপাতাল থেকে তাঁদের কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
ঘটনার পরই পথ সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, বারুইপুর-জয়নগর রাজ্য সড়কে পুলিশি নজরদারির কোনও ব্যবস্থা না থাকায় বেপরোয়া গাড়ির দাপট বেড়েই চলেছে। যার জেরে মাঝেমধ্যে ঘটছে দুর্ঘটনা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়ির গতিবেগই বেশি ছিল। স্থানীয় সূর্যপুর হাট থেকে সব্জি কিনে বিক্রির জন্য কলকাতায় যাচ্ছিল গাড়িটি। গাড়িতে ছিলেন সব্জি বিক্রেতা-সহ কয়েকজন। আচমকা নিয়্ন্ত্রণ হারিয়ে সামনের বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে সব্জি বোঝাই গাড়িটি। বিপরীত দিক থেকে আসা বালি বোঝাই ট্রাকটিও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তারই জেরে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।