শেষ আপডেট: 5th May 2024 20:04
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: প্রচণ্ড গরমে পুড়ছে বাংলা। এমন পরিস্থিতির মধ্যেও নদী ভাঙনের মুখে পড়েছে সুন্দরবনের রায়মঙ্গল নদী লাগোয়া গ্রাম।
হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেবখালি গ্রাম পঞ্চায়েতের মধ্যেই পড়ে রমাপুর গ্রাম। শনিবার গভীর রাতে রায়মঙ্গল নদীর বাঁধে গ্রামবাসীরা ৩০০ ফুট ফাটল দেখতে পান। তা দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামে। নদীর পাড়ের বাসিন্দারা নিজেদের যাবতীয় সম্বল নিয়ে অন্যত্র সরে যেতে শুরু করেছেন।
রবিবার সকালে ঘটনাস্থল দেখতে গেছিলেন হিঙ্গলগঞ্জ ব্লকের বিডিও সহ একাধিক প্রশাসনিক অধিকারিকরা। দ্রুত বাঁধ মেরামত করার ব্যবস্থা নিচ্ছেন তাঁরা। ১৪ বছর আগে এই নদী বাঁধের উপর দিয়েই বয়ে গিয়েছিল আয়লা ঝড়। সেই ঝড়ের তাণ্ডব থেমে যাওয়ার পরে কোনও রকমে নদীবাঁধ দাঁড় করানো হয়েছিল।
এলাকার বাসিন্দারা বলছেন, প্রতিবছর বিভিন্ন ধরনের সাইক্লোন দেখা যায়, তাই নদী বাঁধের অনেকটা ভাঙন নিয়ন্ত্রণের ক্ষমতা হারিয়ে ফেলেছে। এই বাঁধগুলি যদি কংক্রিটের করা না হয়, তাহলে সারা জীবন এই পরিস্থিতির সামনে পড়তে হবে গ্রামবাসীদের। তাই তাঁরা চাইছেন যত দ্রুত সম্ভব নদীর বাঁধগুলি পাকাপোক্ত করা হোক।