শেষ আপডেট: 2nd September 2024 13:07
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: বৃদ্ধকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে বেদম মারধর করলেন গ্রামবাসীরা। হিঙ্গলগঞ্জের ঘটা এই ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল।
বসিরহাটের হিঙ্গলগঞ্জ থানার গোবিন্দকাটি গ্রাম পঞ্চায়েতের কালিরবাঁধ এলাকায় এই ঘটনা ঘটেছে। সোমবার সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে, বিদ্যুতের খুঁটির সঙ্গে ৬৫ বছরের বৃদ্ধকে বেঁধে মারধর করছেন স্থানীয় বাসিন্দারা। ইট ছুড়ে, চড়, লাথি মারছেন। বলছেন, "শুধু বয়ষ্ক মানুষ বলে বেঁধে রেখেছি। আর এমন করলে খুন করে রেখে দেব।" গ্রামবাসীদের রোষের মুখে পড়ে বৃদ্ধ কাঁদতে থাকেন। ছেড়ে দেওয়ার জন্য কাকুতি-মিনতি করেন।
স্থানীয় সূত্রে জানাগিয়েছে, ওই বৃদ্ধের নাম দীনেশ মণ্ডল। তিনি অবসরপ্রাপ্ত স্বাস্থ্য কর্মী। কালিরবাঁধ গ্রামের পাশের হেমনগর কোস্টাল থানার যোগেশগঞ্জের বাসিন্দা তিনি। জানাগেছে, শনিবার কালির বাঁধ এলাকায় গিয়ে এক মহিলাকে শ্লীলতাহানি করেন ওই বৃদ্ধ। মহিলা চিৎকার করলে গ্রামের মানুষ ওই বৃদ্ধকে ধরে ফেলে। তারপরে চলে বেদম মার। তবে হিঙ্গলগঞ্জ থানায় এখনও পর্যন্ত কোনও অভিযোগ জমা পড়েনি।