শেষ আপডেট: 9th April 2024 11:30
দ্য ওয়াল ব্যুরো: রাতে খাওয়াদাওয়া সেরে সকলেই প্রায় শুয়ে পড়েছিলেন। গোটা গ্রাম নিস্তব্ধ। এমন সময় আচমকা বাড়ির দরজার কাছ থেকে খুটখাট আওয়াজ শুনে বাড়ির মালিক দেখেন মেন গেটের তালা ভেঙে একজন বাড়িতে ঢোকার চেষ্টা করছে। তার পেছনে রয়েছে আরও কয়েকজন। প্রত্যেকের হাতেই ধারালো অস্ত্র। বেগতিক বুঝে চেঁচামেচি শুরু করেন তিনি। সাড়া পড়ে যায় গ্রামে। চিৎকার শুনে পালাতে গিয়ে ধরা পড়ে এক ডাকাত। তাকে ধরে উত্তমমধ্যম দেয় গ্রামের লোকজন।
উত্তর ২৪ পরগনা বসিরহাট মহাকুমার হিঙ্গলগঞ্জের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের কেতার চকে সোমবার রাতে এই ঘটনা ঘটেছে। মৃগাঙ্ক মন্ডলের বাড়িতে ডাকাতির চেষ্টা হয়েছে বলে অভিযোগ। মৃগাঙ্কবাবু পুলিশকে জানিয়েছেন, খালি গায়ে এসেছিল ডাকাতরা। তাদের সঙ্গে অস্ত্রসস্ত্র ছিল। তারা গেট ভেঙে বাড়িতে ঢোকার চেষ্টা করছিল। তিনি চেঁচামেচি করে লোকজড়ো করায় পালাতে গিয়ে ধরা পড়ে তাদের মধ্যে একজন। তারপরই মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
হিঙ্গলগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, গ্রামবাসীদের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখা যায় একজন ধরেবেঁধে গণপিটুনি দিচ্ছে গ্রামবাসীরা। তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ওই যুবকের কাছ থেকে কিছু অস্ত্র পাওয়া গেছে। ধৃতকে জেরা করেই বাকিদের খোঁজা হচ্ছে। কয়েকজনের নাম-ঠিকানা পাওয়া গেছে বলে খবর.
গ্রামের লোকজন বলছেন, গত কয়েকদিন ধরেই গ্রামে চুরির ঘটনা বাড়ছিল। কাউকেই ধরা যায়নি। এতদিনে নাগালে পাওয়া গেছে একজনকে। বাকিদেরও ধরে ফেলা যাবে বলে জানিয়েছেন তাঁরা।