শেষ আপডেট: 5th July 2024 11:49
দ্য ওয়াল ব্যুরো: জনমত সমীক্ষা ও বিশেষজ্ঞদের অনুমানকে নির্ভুল প্রমাণ করে ব্রিটেনে ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী ঋষি সুনককে হারিয়ে ১৪ বছর পর ক্ষমতায় ফিরল লেবার পার্টি। ৬৫০টি আসনের মধ্যে লেবার পার্টি জিতেছে ৩২৬টি আসনে। ভোটে জেতার পর উচ্ছ্বসিত লেবার নেতা কিয়ের স্টার্মার বলেন, আমরা দেশকে সর্বাধিক গুরুত্ব দেব। দলকে দ্বিতীয় সারিতে রাখব।
তিনি আরও বলেন, দেশকে নতুন পথে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করবে তাঁর দল। রাজনীতি থেকে এবার আমরা ফের মানুষের সেবার কাজে ফিরলাম। এখনও পর্যন্ত অর্ধেকের বেশি আসন পেয়ে গিয়েছে লেবাররা। জনপ্রতিনিধিসভা বা হাউস অফ কমন্সে লেবার পার্টি অতীতে এরকম জয় পায়নি।
সূত্রে জানা গিয়েছে, শুক্রবারই স্টার্মার রাজা তৃতীয় চার্লসের কাছে গিয়ে সরকার গঠনের অনুমতি চাইবেন। সদ্য প্রাক্তন হয়ে যাওয়া প্রধানমন্ত্রী ঋষি সুনকও পরাজয় মেনে নিয়ে বলেন, লেবাররা নির্বাচনে জিতে গিয়েছে। আমি পরাজয়ের দায় কাঁধে নিচ্ছি। যেসব কনজারভেটিভ পার্টির প্রার্থীরা তাঁদের কেন্দ্রে অক্লান্ত পরিশ্রম, পরিষেবা দিয়েও জিততে পারেননি, তাঁদের প্রতি দুঃখপ্রকাশ করা ছাড়া আমার কিছু করার নেই।
লেবার পার্টির জয়ে ভারত-ব্রিটিশ সম্পর্কের এমন কিছু অদলবদলের সম্ভাবনা কম। কারণ সুনকের দলের মতোই মধ্য-বামপন্থী দল লেবাররাও ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সমঝোতা মজবুত রাখতে আগ্রহী।
সামগ্রিকভাবে পরাজয় হলেও ঋষি সুনক তাঁর কেন্দ্র নর্থ ইয়র্কশায়ারে ৪৭.৫ শতাংশ ভোট পেয়ে জিতেছেন। তবে একেবারে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হার প্রায় কান ঘেঁষে বেরিয়ে যাওয়ায় সম্মান বেঁচে গিয়েছে সুনকের।