শেষ আপডেট: 2nd August 2024 11:33
দ্য ওয়াল ব্যুরো: উত্তরাখণ্ডের কেদারনাথে প্রবল বৃষ্টি ও তার জেরে ধসে দুদিনের জন্য তীর্থযাত্রা বন্ধ করে দিল প্রশাসন। ত্রাণ ও উদ্ধারকার্যে নামল সেনা। আগামী ৪৮ ঘণ্টায় আরও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৭২টি দল একযোগে উদ্ধারের কাজ চলছে।
বৃষ্টির কারণে এ পর্যন্ত হরিদ্বার, দেরাদুন, তেহরি, রুদ্রপ্রয়াগ এবং নৈনিতালসহ উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশ মিলিয়ে ৩৩ জনের মৃত্যুর সংবাদ মিলেছে। আরও ৫০ জন নিখোঁজ বলে সর্বশেষ খবরে জানা গিয়েছে। বুধবার রাতে মেঘভাঙা বৃষ্টির কারণে কেদারের লিনচোলি এবং ভীমবলীর মাঝে হাঁটাপথে প্রায় ২ হাজার তীর্থযাত্রী আটকে পড়েছেন বলে সূত্রে জানা গিয়েছে। বিমানবাহিনীর চিনুক এবং এমআই ১৭ হেলিকপ্টার আটকে পড়া পুণ্যার্থীদের নিরাপদ জায়গায় নিয়ে আসার কাজে নেমেছে।
এ পর্যন্ত ৪৫০ জনকে সোনপ্রয়াগে নিয়ে আসা সম্ভব হয়েছে। আবহাওয়া দফতর আজ, শুক্রবার ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। পুলিশ কর্তা জানিয়েছেন, আবহাওয়ার সতর্কতায় কেদার যাত্রাপথের দিকে কড়া নজর রাখা হচ্ছে। কারণ, এভাবে বৃষ্টি চলতে থাকলে ফের ধস, হড়পা বান নামতে পারে। নদী তীরবর্তী এলাকার মানুষকে আগাম সতর্ক করে দেওয়া হয়েছে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য।
#IAF undertakes simultaneous HADR operations in Wayanad and Uttarakhand hills. Following the recent cloud burst incident in Uttarakhand, IAF Chinook and Mi-17V5 helicopters are positioned at Gaucher, actively deploying NDRF teams, relief material, and conducting search and rescue… pic.twitter.com/pJqtxP3Qlz
— Indian Air Force (@IAF_MCC) August 2, 2024
প্রধানমন্ত্রীর দফতর সরাসরি রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে। নদীগুলি বৃষ্টির জলে ফুসতে থাকায় তাতে বান ডাকতে পারে। আর তা ঘটলে পাহাড়ে ব্যাপক ধস নামতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শুক্রবার সকাল পর্যন্ত হিমাচলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭। মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু এদিন দুর্গত এলাকা পরিদর্শনে যেতে পারেন। গতকালই আকাশপথে কেদারের দুর্গত এলাকা দেখতে যান উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। হিমাচলের সিমলায় ৩, মান্ডিতে ৩ এবং কুলুতে একজনের দেহ উদ্ধার হয়েছে। কুলুর একটি বাঁধের অবস্থা খারাপ হলেও পরিস্থিতি এখনও পর্যন্ত আয়ত্তের মধ্যে রয়েছে।