সাগর উত্তাল
শেষ আপডেট: 22nd July 2024 18:19
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: পূর্ণিমার ভরা কোটালে উত্তাল সমুদ্রের ঢেউয়ে উল্টে গেল মাছ ভর্তি দুটি নৌকা। ১০ লক্ষ টাকার ক্ষতির মুখে পড়েছেন মৎস্যজীবী।
ডায়মন্ড হারবার মৎস্যজীবী সংগঠন জানিয়েছে, দুদিন ধরে সমুদ্র উত্তাল। তাই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। প্রশাসনের তরফ থেকে মাইকিং করে প্রচার করা হয়েছে। এই সতর্কবার্তা পেতেই মাছ ভর্তি নৌকা নিয়ে কূলের দিকে ফিরতে শুরু করেছিলেন মৎস্যজীবীরা।
এদিন মাছ ধরে ফেরার সময়ে বেগুয়াখালি এলাকায় দুটি ইলিশ ভর্তি নৌকা উল্টে যায়। অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন মৎস্যজীবী। মাঝিদের চিৎকার শুনে আশেপাশের মৎস্যজীবীরা অন্যান্য ফিশিং বোর্ড নিয়ে ছুটে যায় ঘটনাস্থলে। ওই দুর্ঘটনায় পড়া মৎস্যজীবীদের উদ্ধার করে। ওই দুটি নৌকায় প্রায় ৪০-৫০ কুইন্টাল মাছ ছিল। নৌকোগুলি উল্টো যাওয়া সমুদ্রেই তলিয়ে যায় মাছগুলি। প্রায় ১০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি মৎস্যজীবীদের।
শুধু তাই নয় ভাঙনের কবলে পড়েছে কপিলমুনির আশ্রম। প্রবল জলোচ্ছ্বাসে তলিয়ে গিয়েছে এলাকার গাছ। আশ্রম চত্বর লাগোয়া দোকানগুলিও ক্ষতিগ্রস্ত হয়েছে। উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটিও। অনেক অস্থায়ী দোকানও ভেঙে গিয়েছে। আতঙ্কিত হয়ে পড়েছে আশ্রম সংলগ্ন এলাকায় ব্যবসায়ীরা। তারা দোকান থেকে মালপত্র সরিয়ে ফেলেছেন। প্রশাসনের তরফ থেকে মাঠে নেমেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। কোনও সাগরের বিডিও কানাইকুমার রায় বলেন,'কটালের সময় ধস হয়েছে। প্রতিবছরই হয়, এবার একটু বেশি হয়েছে। পুণ্যার্থীদের অন্যদিকে সরানো হয়েছে।'