শেষ আপডেট: 26th June 2024 22:24
দ্য ওয়াল ব্যুরো: বাঙালি, সে যে-পার বাংলারই হোন না কেন, ইলিশের প্রেমে হাবুডুবু খান না, এমন সংখ্যা খুব কম। ইলিশ মাছ ভাজা হোক বা সর্ষে দিয়ে ভাপানো হোক, কিংবা হোক বেগুন-কালোজিরে দিয়ে পাতলা ঝোল-- ইলিশ না খেলে বাঙালির বর্ষাকালই বৃথা।
এপার বাংলায় ইলিশ নিয়ে চেনাপদের বাইরে খুব বেশি এক্সপেরিমেন্ট না হলেও, বাংলাদেশের নানা জেলায় ইলিশের নানা রকম পদ রান্নার চল রয়েছে বহু বছর ধরে। এদিকে ভোজনপ্রিয় খাদ্যরসিকের দল পকেটে টান পড়লেও মাঝেমাঝে ইলিশ তো খাবেনই। তাই রোজ একই পদ না খেয়ে, দুয়েকদিন চেখে দেখাই যায় ইলিশের নতুন পদ।
এমনই এক সুস্বাদু অথচ স্বাস্থ্যকর পদ হল, আনারস-ইলিশ। নাম শুনেই নাক সিঁটকোবেন না। চেনা গতের বাইরে একবার অন্যরকমভাবে স্বাদ নিয়ে দেখুন এই মাছের। রাজশাহীর এই রান্না একবার খেলে আর ভুলতেই পারবেন না!
উপকরণ:
পদ্ধতি: