শেষ আপডেট: 11th March 2020 11:37
দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: প্রবল বানের তোড়ে ভেঙে গেল শিবপুর জেটি ঘাটের গ্যাংওয়ে। ফলে বন্ধ হয়ে গেল ফেরি সার্ভিস। পরিস্থিতি স্বাভাবিক হতে কমপক্ষে ২৫ দিন লাগবে বলে জানালেন হুগলি জলপথ পরিবহণ সংস্থার কর্তারা। বুধবার দুপুর বারোটা নাগাদ জোয়ার আসে। প্রত্যক্ষদর্শীরা জানান, এত বিশাল বান আসে যে গঙ্গার জল জেটির ওপরে উঠে যায়। তখনই দুলে ওঠে জেটি। ফিরতি বানও ছিল বিশাল। সেই বানেই সশব্দে ভেঙে পড়ে ওই জেটি। জলের তোড়ে ভেঙে যায় গ্যাংওয়ে। বান আসার খবর থাকায় আগে থেকেই জারি ছিল সতর্কতা। তাই যাত্রীদের কোনও ক্ষতি হয়নি। এই ঘটনার পর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন হুগলি নদী জলপথ পরিবহণ নিগমের আধিকারিকরা। ঘটনাস্থলে আসেন ভূতল পরিবহণ দফতর ও এইচআরবিসির আধিকারিকরাও। ক্ষতিগ্রস্ত জেটি পর্যবেক্ষণ করেন তাঁরা। হুগলি নদী জলপথ পরিবহণ নিগমের বোর্ড অফ অ্যাডমিনেস্ট্রেটরের সদস্য এ হিলাল জানান, এই জেটি দেখভালের দায়িত্ব ভূতল পরিবহণ দফতরের। মেরামতির কাজও করবে তারাই। জেটি তৈরি করেছিল এইচআরবিসি। তাই সেখানকার কর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, “কমপক্ষে ১০ থেকে ১৫ দিন লাগবে এই জেটি সারানোর কাজ করতে। তার আগে টেন্ডার ডাকা-সহ আরও নিয়মমাফিক কাজকর্ম রয়েছে। সবমিলিয়ে পরিস্থিতি আবার আগের মতো হতে দিন ২৫ সময় অবশ্যই লাগবে। এ ক’দিন বন্ধ থাকবে ফেরি চলাচল।” অফিসটাইমে এ পথে পারাপার করেন বহু যাত্রী। সামনের কিছুদিন ভোগান্তি অপেক্ষা করছে তাঁদের জন্য।