শেষ আপডেট: 4th July 2020 06:41
দ্য ওয়াল ব্যুরো : মহারাষ্ট্রের মুম্বই, রত্নগিরি ও রায়গড়ের জন্য রেড অ্যালার্ট জারি করল স্থানীয় আবহাওয়া অফিস। আগামী ২৪ ঘণ্টায় পালঘর, মুম্বই, থানে ও রায়গড় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর আগে আইএমডি থেকে বলা হয়েছিল, মুম্বই ও তাঁর আশপাশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। কোনও কোনও জায়গায় অতি ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা আছে। ইতিমধ্যেই মুম্বইয়ের মেরিন ড্রাইভে সমুদ্রের বিশাল উঁচু ঢেউ ধাক্কা দিয়েছে। বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে শহরবাসীকে বলা হয়েছে, কেউ সমুদ্রের ধারে যাবেন না। শুক্রবার রাতে আইএমডি-র এক অফিসার বলেন, ৪ জুলাই পালঘর, মুম্বই, থানে ও রায়গড় জেলায় অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে শহরবাসীকে সতর্ক করে বলা হয়েছে, দুর্যোগের সময় কী করা উচিত এবং কী করা উচিত নয়। https://twitter.com/ANI/status/1279291424585011203 শুক্রবার এই মরসুমের প্রথম ভারী বৃষ্টিপাত হয়েছে মুম্বইতে। এদিন দক্ষিণ মুম্বইয়ের কোলাবায় ২২ সেন্টিমিটার বৃষ্টি হয়। তাঁর মধ্যে তিন ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১৫ সেন্টিমিটার। শনিবার মুম্বই পুলিশ থেকে শহরবাসীকে বলা হয়েছে, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোবেন না। সিটি পুলিশের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে বলা হয়েছে, প্রত্যেক শহরবাসীকে অনুরোধ করা হচ্ছে, ঘরে থাকুন। অকারণে বাইরে বেরোবেন না। যদি বেরোতেই হয়, যথেষ্ট সতর্কতা নিয়ে বেরোন। https://twitter.com/mybmc/status/1278705809736609792 প্রায় প্রতি বছর বর্ষায় মুম্বই শহরের অবস্থা শোচনীয় হয়ে ওঠে। অতি ভারী বৃষ্টিতে প্লাবিত হয় পথঘাট। শরতলির ট্রেন চলাচলও বিঘ্নিত হয়। এমনকি প্রাণহানিও ঘটে।