শেষ আপডেট: 25th May 2024 17:22
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: ষষ্ঠ দফায় ভোটে বিক্ষিপ্ত অশান্তির ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে পূর্ব মেদিনীপুরে। তার মধ্যেই চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। শনিবার সকাল থেকে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে দিঘার সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাস দেখা যায়। প্রশাসনিক সতর্কতাকে আমল না দিয়ে উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন এক পর্যটক। ওই পর্যটক সোদপুর থেকে দিঘায় ঘুরতে এসেছিলেন। এই ঘটনা ঘিরে শোরগোল ছড়িয়ে পড়েছে এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, সমুদ্র উত্তাল থাকায় সর্তকতা জারি ছিল। তবু সেই সতর্কতা উপেক্ষা করে নিউ দিঘার ক্ষণিকাঘাটে দুই বন্ধু স্নান করতে নামে। খানিকটা দূরে যেতেই সমুদ্রের ঢেউয়ে তলিয়ে যান এক যুবক। দ্বিতীয়জন তলিয়ে যেতে থাকলে স্থানীয়রা তৎপরতার সঙ্গে তাঁকে বাঁচিয়ে দেন। নিখোঁজ যুবকের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ।
গার্ড ওয়াল টপকে বিশাল ঢেউ আছড়ে পড়ছে দিঘায়। সাগরদ্বীপ থেকে আর মাত্র ৪৪০ কিলোমিটার দূরে রয়েছে ঘূর্ণিঝড় রেমাল। ক্রমশ উত্তরদিকে যত এগোবে, বঙ্গোপসাগরের ওপর জলীয় বাষ্প সংগ্রহ করে তা আরও ভয়ানক হয়ে উঠবে এবং একটি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে আগামীকাল ২৬ মে, রবিবার গভীর রাতে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে কোনও এক জায়গায় আছড়ে পড়তে চলেছে। সঙ্গে ১১০-১২০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, বাতাসের গতি সর্বোচ্চ (গাস্ট) ঘণ্টায় ১৩৫ কিলোমিটার অবধি উঠতে পারে।