শেষ আপডেট: 29th June 2024 17:48
দ্য ওয়াল ব্যুরো: ধর্মতলায় ব্যবসায়ীদের সঙ্গে হকারদের ঝামেলা ঘিরে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছে। তুমুল অশান্তির জেরে প্রায় চল্লিশ মিনিট বন্ধ থাকল ওবেরয় গ্র্যান্ড হোটেলের সামনে দু'দিকের রাস্তার যান চলাচল। পুলিশ এসে বিক্ষোভকারীদের সরাতে যায়। তখন পুলিশের সঙ্গেই বচসায় জড়িয়ে পড়েন ব্যবসায়ীরা।
শনিবার দুপুরে নিউ মার্কেট চত্বরে স্থায়ী ব্যবসায়ী ও হকারদের মধ্যে ঝামেলা ঘিরে ধর্মতলা চত্বরে তুমুল উত্তেজনা তৈরি হয়। অভিযোগ, ব্যবসায়ীদের উপর হামলা চালিয়েছেন কয়েকজন হকার। ঘটনার প্রতিবাদে রাস্তায় বিক্ষোভ দেখাতে থাকেন নিউ মার্কেটের স্থায়ী ব্যবসায়ীরা। ঘটনার জেরে শনিবার বিকেলে নিউ মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেন ব্যবসায়ীরা।
নিউমার্কেটের ব্যবসায়ীরা জানিয়েছেন, এদিন কয়েকজন হকার এসে তাঁদের মার্কেটের সামনের পার্কিং সরাতে বলেন। সেই দাবি মানতে না চাইলে প্রায় ৪০-৫০ জন হকার তাঁদের উপর চড়াও হয়। শ্রীরাম আর্কেডের সম্পাদকের গায়ে হাত তোলা হয় বলেও অভিযোগ। কেউ কেউ রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন। হকাররা প্রাণে মারার হুমকি দেন বলেও অভিযোগ শ্রীরাম আর্কেডের ব্যবসায়ী সংগঠনের।
এদিকে গোলমালের পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। হকার ও ব্যবসায়ী দুই পক্ষের ঝামেলা থামাতে পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হয়। পুলিশের উচ্চপদস্থ কর্তারা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। কিন্তু হকারদের শাস্তির দাবিতে এবং তাদের দ্রুত গ্রেফতারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন শ্রীরাম আর্কেড কর্তৃপক্ষ এবং অন্যান্য স্থায়ী ব্যবসায়ীরা। অভিযুক্তদের গ্রেফতার না করলে নিউ মার্কেট খোলা হবে না বলেও হুঁশিয়ারি দেন ব্যবসায়ীরা। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় জানিয়েছেন, থানায় লিখিত অভিযোগ জমা দিলে পদক্ষেপ নেওয়া হবে। এখন পরিস্থিতি স্বাভাবিক।
শহরবাসীর কেনাকাটার অন্যতম পছন্দের জায়গা ধর্মতলার নিউ মার্কেট চত্বর। এখানে যেমন প্রচুর স্থায়ী ব্যবসায়ী রয়েছেন, তেমনই রাস্তার উপর পসরা সাজিয়ে ব্যবসা করেন অগুন্তি হকারও। সপ্তাহান্তে এমনি নিউমার্কেটে কেনাকাটার ঢল বেশি দেখা যায়। তারই মধ্যে এদিনের ঝামেলায় ধর্মতলা চত্বরে উত্তেজনা তৈরি হয়েছে।