শেষ আপডেট: 20th November 2023 12:20
দ্য ওয়াল ব্যুরো: সপ্তাহ শুরুর প্রথম দিনেই মর্মান্তিক ঘটনা! চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিলেন এক মহিলা!
ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ১০.৫০ নাগাদ শিয়ালদহ-বারাসত রুটের দুর্গানগর স্টেশনে। সেই সময় ২ নম্বর লাইনে আসছিল আপ হাসনাবাদ-শিয়ালদহ লোকাল। ট্রেন আসতে দেখে হঠাৎ করেই লাইনে ঝাঁপ দেন ওই মহিলা। তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর হবে। ট্রেনের ধাক্কায় তাঁর শরীর ছিন্নভিন্ন হয়ে যায়। দেহটি দুভাগ হয়ে গেছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে খবর, মৃত মহিলার বাড়ি দুর্গানগর এলাকায়। এদিন স্টেশনে গ্যালোপিং আপ হাসনাবাদ লোকাল ঢুকছিল। ওই সময় ১ নম্বর লাইন দিয়ে মহিলা ২ নম্বর লাইনের দিকে এগিয়ে যান। অনেকেই ভেবেছিলেন, তিনি লাইন ক্রস করার জন্য এগোচ্ছেন। কিন্তু ট্রেন কাছে আসতেই তিনি লাইনের ওপর ঝাঁপ দিয়ে দেন। পারিবারিক কারণেই আত্মহত্যা বলে স্থানীয় সূত্রে দাবি।
সকাল ১১.০০ টার পরেও লাইনেই দেহ পড়ে রয়েছে বলে জানা গেছে। ঘটনার জেরে ২ নম্বর লাইনেও শিয়ালদহ-বারাসাত আপ লাইনে ট্রেন চলাচল বিঘ্নিত হওয়ার আশঙ্কা।
অফিস টাইমে এমন ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে বেলা সাড়ে ১১টা নাগাদ ঘটনাস্থলে আসে রেল পুলিশ। দেহটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার জেরে সংশ্লিষ্ট লাইনে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বিঘ্নিত হয়। সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা।