শেষ আপডেট: 23rd July 2024 19:58
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: জাতীয় স্তরের একটি স্কলারশিপের জন্য পরীক্ষা দেবে মেয়ে। তাই পঞ্চায়েত অফিসে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আনতে গিয়েছিলেন মা। কেন বিজেপি করেন সেই প্রশ্ন তুলে তাঁদের বের করে দেওয়া হয় বলে অভিযোগ।
হাসনাবাদ ব্লকের পাটলি খানপুর গ্রাম পঞ্চায়েত বাসিন্দা অনিন্দিতা ভূৃুঁইয়া জানান, তাঁর মেয়ে ন্যাশনাল মেন্স অ্যান্ড মেরিট স্কলারশিপের জন্য পরীক্ষায় বসবে। নিয়মানুযায়ী পঞ্চায়েত থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আনতে গিয়েছিলেন তিনি। প্রধান অফিসে ছিলেন না। সেখানে উপস্থিত ছিলেন প্রধানের স্বামী। তাঁর উপস্থিতিতেই তৃণমূলের অঞ্চল সভাপতি পিন্টু মোল্লা তাঁকে বিজেপি বলে দেগে দেয়। তিনি বলেন,"আমরা বহুদিনের পুরনো তৃণমূল কংগ্রেস কর্মী। আমাকে বিজেপি বলে যাচ্ছাতাই গালিগালাজ করে দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদীর থেকে সার্টিফিকেট নিতে বলেন। আমি অপমানিত হয়ে বাড়ি চলে আসি। আমার মেয়ের পরীক্ষার জন্য সার্টিফিকেট নেওয়া হয়নি।"
সার্টিফিকেট না পেয়ে হাসনাবাদ থানায় ও হাসনাবাদ বিডিও অফিসে লিখিত অভিযোগ জানান অনিন্দিতা। তবে যাঁর বিরুদ্ধে অভিযোগ সেই পিন্টু মোল্লা বলেন, "সম্পূর্ণ মিথ্যে অভিযোগ। আমি কখনই কারও সঙ্গে অসম্মানজনক ব্যবহার করিনি। তখন সেই সার্টিফিকেট ছিল না, তাই বিকেলে আসতে বলা হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা রাজ্যের মানুষকে সমস্ত ধরণের পরিষেবা দেওয়ার চেষ্টা করছে তৃণমূল। মিথ্যে অভিযোগ আনা হচ্ছে।"
এই ঘটনা জানাজানি হতেই হইচই পড়ে যায় গোটা এলাকায়। এখন মেয়ে শেষপর্যন্ত জাতীয় স্তরের পরীক্ষায় বসতে পারবে কিনা তা নিয়ে সংশয়ে ভুগছে পরিবারটি।