শেষ আপডেট: 28th April 2024 12:11
দ্য ওয়াল ব্যুরো: শনিবার বোমা বিস্ফোরণকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে হাসনাবাদ। শিমুলিয়া কালীবাড়ি এলাকায় বিজেপি কর্মী নিমাই দাসের ভাইয়ের বাড়িতে বোমা ফাটে। জখম হন বাড়ির এক মহিলা। বিজেপি নেতার ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে সিআইডি।
সন্দেশখালিতে রোবট নামার ঠিক ২৪ ঘণ্টার মধ্যে কেঁপে ওঠে বিজেপি নেতা নিমাই দাসের ভাই দিলীপ দাসের বাড়ি। এদিকে ঘটনাটিতে ফাঁসানোর অভিযোগ তুলেছে ধৃত দিলীপ দাসের পরিবার। একই দাবি, এলাকাবাসীদেরও। যদিও সেই অভিযোগ মানতে নারাজ তৃণমূল। সব মিলিয়ে ভোটের আগে তেতে উঠল হাসনাবাদ।
ধৃতকে রবিবার আদালতে হাজির করিয়ে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাবে পুলিশ। এর আগেও নিমাই ও দিলীপের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ রয়েছে বলে পুলিশের দাবি। ২০১৮ সালে এলাকার একটি বোমাবাজির হামলায় তাদের গ্রেফতার করা হয়েছিল। ধৃতদের বিরুদ্ধে আদালতে চার্জশিটও জমা দিয়েছিল পুলিশ।
রবিবার সকাল থেকেই বিজেপি নেতার বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। এদিন ঘটনাস্থলে যান বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র। তিনি বলেন, “অযথা এই অত্যাচার আর কতদিন করবে। চার তারিখের পরে সব উত্তর পেয়ে যাবে।”
বিজেপি কর্মীর বাড়িতে কোথা থেকে বোমা এল, শনিবার ঘটনা ঘটার পর থেকেই এই নিয়ে রাজনৈতিক শোরগোল তৈরি হয়েছিল। এমনকী নির্বাচনী সভা থেকে এই নিয়ে মন্তব্য করেন মুখ্যমন্ত্রীও। এবার এই ঘটনার তদন্তে নেমেছে সিআইডি।