শেষ আপডেট: 27th April 2024 17:41
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: বোমা বিস্ফোরণকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল হাসনাবাদ। শিমুলিয়া কালীবাড়ি এলাকায় বিজেপি কর্মী নিমাই দাসের ভাইয়ের বাড়িতে শনিবার সকাল ১১টা নাগাদ একটি বোমা ফাটে। বাড়ির এক মহিলা জখম হন। রান্নাঘরের একধারে বোমাটি ফাটে। কে বা কারা বোমা রেখে গেল তা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে হাসনাবাদ থানা পুলিশ।
এই বিজেপি কর্মীর বাড়িতে কোথা থেকে বোমা এল, এর পিছনে অন্য কোনও কারণ আছে কিনা তা খতিয়ে দেখছেন প্রশাসনের আধিকারিকরা। ইতিমধ্যেই এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির দাবি, তৃণমূলের কর্মী সমর্থকরা বোমা রেখে গেছে। বিজেপি কর্মীকে গ্রেফতারের পাল্টা দাবি জানাচ্ছে তৃণমূল। সব মিলিয়ে ভোটের আগে তেতে উঠল হাসনাবাদ।
এদিন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, "ওই বিজেপি নেতার ভাইয়ের বাড়িতে বোমা মজুত করা হয়েছিল। প্রচণ্ড গরমে তা ফেটে গেছে। সন্দেশখালিতে বোমা মেলায় এনএসজি পর্যন্ত চলে এসেছে, হাসনাবাদেও তাহলে এনএসজিকে আনা হোক। কিন্তু এখানে বিজেপি নেতার বাড়িতেই বোমা মজুত করা হয়েছিল। তাই তদন্ত হবে না। " বিজেপি নেতাদের পাল্টা দাবি, গোটা ঘটনাটাই ষড়যন্ত্র। বিজেপির রাজ্য নেতা শমীক ভট্টাচার্য বলেন, "ওরা বৈষ্ণব পরিবার। নাম সংকীর্তন করেন। তাঁদের বাড়িতে বোমা রেখে আসা হয়েছে। তৃণমূল পরিকল্পনা করে আমাদের নেতার বাড়িতে বোমা রেখে এসেছে। এখন দায় চাপাচ্ছে বিজেপির উপর।"
এদিন পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয় মানুষ পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায়। এলাকায় তুমুল উত্তেজনা ছড়ায়। পরে অবশ্য পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।