শেষ আপডেট: 28th April 2024 15:11
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: হাসনাবাদে বোমা বিস্ফোরণের ঘটনায় বিজেপি কর্মীকে গ্রেফতার করল পুলিশ। ধৃত ব্যক্তির নাম দিলীপ দাস। তাঁর দাদা নিমাই দাস এলাকার বিজেপি নেতা হিসেবে পরিচিত।
ধৃতকে রবিবার আদালতে হাজির করিয়ে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাবে পুলিশ।
পুলিশের দাবি, এর আগেও নিমাই ও দিলীপের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ রয়েছে। ২০১৮ সালে এলাকার একটি বোমাবাজির হামলায় তাদের গ্রেফতার করা হয়েছিল। ধৃতদের বিরুদ্ধে আদালতে চার্জশিটও জমা দিয়েছিল পুলিশ।
শনিবার সকাল ১১টা নাগাদ হাসনাবাদের শিমুলিয়া কালীবাড়ি এলাকায় বিজেপি কর্মী নিমাই দাসের ভাইয়ের বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনায় বাড়ির এক মহিলা জখম হন। রান্নাঘরের একধারে বোমাটি ফাটে।
তদন্তে নেমে ওই ঘটনায় বিজেপি নেতা নিমাইয়ের ভাই দিলীপকে গ্রেফতার করে পুলিশ। তদন্তকারীদের অনুমান, এটি কৌটা বোমা বিস্ফোরণ।
বিজেপি কর্মীর বাড়িতে কোথা থেকে বোমা এল, শনিবার ঘটনা ঘটার পর থেকেই এই নিয়ে রাজনৈতিক শোরগোল তৈরি হয়েছিল। এমনকী নির্বাচনী সভা থেকে এই নিয়ে মন্তব্য করেন মুখ্যমন্ত্রীও। বলেন, "চাকরি খেয়ে বোমা মেরে ভাবছে ভোটে জিতে যাবে!"
শনিবার তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, "ওই বিজেপি নেতার ভাইয়ের বাড়িতে বোমা মজুত করা হয়েছিল। প্রচণ্ড গরমে তা ফেটে গেছে। সন্দেশখালিতে বোমা মেলায় এনএসজি পর্যন্ত চলে এসেছে, হাসনাবাদেও তাহলে এনএসজিকে আনা হোক। কিন্তু এখানে বিজেপি নেতার বাড়িতেই বোমা মজুত করা হয়েছিল। তাই তদন্ত হবে না। "
বিজেপি নেতাদের পাল্টা দাবি, গোটা ঘটনাটাই ষড়যন্ত্র। বিজেপির রাজ্য নেতা শমীক ভট্টাচার্য বলেন, "ওরা বৈষ্ণব পরিবার। নাম সংকীর্তন করেন। তাঁদের বাড়িতে বোমা রেখে আসা হয়েছে। তৃণমূল পরিকল্পনা করে আমাদের নেতার বাড়িতে বোমা রেখে এসেছে। এখন দায় চাপাচ্ছে বিজেপির উপর।"