শেষ আপডেট: 22nd May 2023 04:56
দ্য ওয়াল ব্যুরো: বন্ধ ঘরের ভিতর থেকে হঠাৎই উদ্ধার দশম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ (Class 10 student's hanging body found)। ১৬ বছরের কিশোরী বাবা-মায়ের অত্যন্ত আদরের ছিল, প্রেমঘটিত সমস্যাও ছিল না বলেই সূত্রের খবর। তার এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমেছে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাড়োয়া (Haroa student commits suicide) থানার আটপুকুর গ্রাম পঞ্চায়েতের করঞ্ছতলা গ্রামে।
স্থানীয় সূত্রে খবর, মৃতা কিশোরী স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্রী। সে বাবা-মায়ের একমাত্র মেয়ে এবং অত্যন্ত আদরের। পরিবারের লোক তো বটেই, এলাকার কারও সঙ্গেই তার কোনও ঝগড়া অশান্তি ঝামেলা ছিল না বলেই জানা গেছে। এমনকী, প্রেমঘটিত সমস্যাও ছিল না, এমনটাই দাবি কিশোরীর বাবা-মা এবং প্রতিবেশীদের।
রবিবার ঘরের ভিতর ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাকে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় হাড়োয়া থানায়। পুলিশ এসে উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় কিশোরীকে। কিন্তু সেখানকার চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনায় ইতিমধ্যে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ। ছাত্রীর মৃতদেহ ইতিমধ্যেই ময়নাদন্তের জন্য পাঠানো হয়েছে। সত্যিই আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে তা জানার জন্য ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে দাবি পুলিশের।
পাশাপাশি, যদি বিষয়টি সত্যিই আত্মহত্যা হয়ে থাকে, তাহলে তার কারণ কী, তা খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। বাবা মায়ের বকাবকি, নাকি সত্যিই কোনও প্রেমজনিত কারন রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
ওষুধ কিনে আর ফেরা হল না! তরুণীর বেপরোয়া বিএমডব্লিউ পিষে মারল যুবককে