শেষ আপডেট: 11th November 2022 05:53
দ্য ওয়াল ব্যুরো: সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে লজ্জার হারের পর বেশকিছু বদল হতে চলেছে ভারতীয় ক্রিকেটে (Indian Cricket Team)। বিসিসিআই সূত্রের খবর, বিরাট কোহলি, রোহিত শর্মারা (Rohit Sharma) ভবিষ্যতে টি২০ খেলবেন কিনা সেটা তাঁরা নিজেরাই ঠিক করবেন। তবে অনেক সিনিয়র খেলোয়াড়কে টি২০ দল থেকে ছেঁটে ফেলা হতে পারে বলে, দাবি করা হয়েছে এক রিপোর্টে। সেই রিপোর্ট অনুযায়ী, আগামী দু'বছরের মধ্যে তরুণ ব্রিগেডের হাতে ভারতীয় দলের দায়িত্ব তুলে দেওয়া হবে।
২০২৪ টি২০ বিশ্বকাপের আগে নতুন করে দল সাজাতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। চলতি বিশ্বকাপে রোহিত শর্মা, কে এল রাহুল, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামিরা কেউই তেমন ছন্দে ছিলেন না। সেমিফাইনালে সেই ব্যর্থতা আরও বেশি করে চোখে পড়েছিল। ইংল্যান্ডের বিরুদ্ধে ১০ উইকেটে হারের পর তাঁদের ছেঁটে ফেলার দাবি উঠেছে।
অনেকেই বলতে শুরু করেছে, সঞ্জু স্যামসন, ঈশান কিশানদের সুযোগ দেওয়ার সময় এসেছে। তাঁদের রেখে দল তৈরি করে বিশ্বকাপ খেলার প্রস্তুতি নিতে হবে। যাতে ২০২৪-এর বিশ্বকাপে এমন শোচনীয় অবস্থা না হয়।
এখন প্রশ্ন হচ্ছে নতুন দলের অধিনায়ক কে হবেন? রোহিত পরবর্তী কার হাতে দায়িত্ব দেওয়া হবে? প্রকাশিত রিপোর্টে দাবি করা হয়েছে, বিকল্প হিসেবে হার্দিক পাণ্ডের নাম থাকবে সবার আগে। গত আইপিএলে তাঁর নেতৃত্বে গুজরাত টাইটানস চ্যাম্পিয়ন হয়েছে। এমনকী নিউজিল্যান্ড সফরেও তাঁকেই ভারতের অধিনায়ক হিসেবে বেছেছেন নির্বাচক মণ্ডলী।
রোহিত, অশ্বিনদের ভবিষ্যত কী? রিপোর্ট অনুযায়ী, তাঁদের সরাসরি ছেঁটে ফেলা হবে না। তবে তাঁদের নিজেদের সুযোগ দেওয়া হয়েছে। বিসিসিআই এক সূত্রের দাবি, কাউকেই অবসর নেওয়ার কথা বলা হবে না। অবসর নেওয়া, না নেওয়া পুরোটাই ব্যক্তিগত সিদ্ধান্ত।
হারের হতাশায় ডুবলেন রোহিত, বিপর্যয়ের কারণ হিসেবে বললেন ভুবির প্রথম ওভার!