শেষ আপডেট: 7th July 2024 20:38
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপ জয়ের পর থেকে লাইমলাইটে হার্দিক পান্ডিয়া। তাঁকে নিয়ে চর্চা চলছেই। কিন্তু পাশে নেই স্ত্রী নাতাশা। বেশ কিছুদিন ধরেই হার্দিক-নাতাশার সংসারে ভাঙনের জল্পনা চলছে। আইপিএল পরবর্তী সময়ে তাঁদের ডিভোর্সের গুঞ্জন মাথাচাড়া দিয়েছিল। বিশ্বকাপের আসরেও হার্দিকের পাশে দেখা যায়নি নাতাশাকে। আর টি-২০ জেতার পর ফের হার্দিকের সঙ্গে স্ত্রী নাতাশা স্তানকোভিচও রয়েছেন আলোচনার কেন্দ্রে।
হার্দিক দেশে ফেরার পর চুটিয়ে সেলিব্রেশন হয়েছিল। সেখানে ছিলেন না নাতাশা। বাড়িতে ছেলে অগস্ত্যর সঙ্গে খুনসুটি করতে দেখা গিয়েছিল হার্দিককে। সেখানে তাঁর স্ত্রীকে দেখা যায়নি। সম্প্রতি অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের সঙ্গীত অনুষ্ঠানেও নাকি হার্দিককে একাই নাচতে দেখা গিয়েছে। তাহলে কি ক্রিকেটার-অভিনেত্রীর বিচ্ছেদ অবধারিত? ভারতের অলরাউন্ডার ক্রিকেটার দেশে ফেরার পর এই প্রশ্ন জোরালো হয়েছে। নাতাশার সাম্প্রতিক একটি ভিডিও যেন সেই জল্পনা আরও উসকে দিয়েছে।
View this post on Instagram
বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই নাতাশা স্ট্যানকোভিচের নতুন ভিডিয়ো ঘিরে হইচই শুরু হয়েছে। শনিবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে নাতাশা জীবন থেকে 'সমস্যা' দূর করার কথা বলেন। নাতাশার কথায়, ‘একটা কথা তোমাদের আমি আবারও মনে করাতে চাই, ভগবান লোহিত সাগরকে সরাতে পারেননি। দু’ভাগে ভাগ করে দিয়েছিলেন। অর্থাৎ তিনি তোমার সমস্যাগুলো শেষ করে দেবেন না। তিনি শুধু পথ দেখিয়ে দেবেন।’ আর এই মন্তব্যের মাধ্যমে তাঁর দাম্পত্য নিয়ে নাতাশা বড় ইঙ্গিত দিতে চেয়েছেন বলে মত বিনোদন মহলের।
View this post on Instagram
গত মে মাসে ডিভোর্সের গুঞ্জনের মাঝেই হার্দিকের সম্পত্তির ৭০ শতাংশ পাবেন নাতাশা, এমন খবরও সামনে আসে। যা নিয়ে তারকার ক্রিকেটারকে চরম ট্রোলিংয়ের সম্মুখীন হতে হয়। যদিও হার্দিক বা নাতাশার পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে বিবাহ বিচ্ছেদের বিষয়ে কোনও তথ্য জানানো হয়নি।
একটি পার্টি চলাকালীন হার্দিক আর নাতাশার প্রেম শুরু হয়েছিল। বেশ কিছুদিন তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। যদিও দু'জনেই প্রথম দিকে সম্পর্কের কথা লুকিয়ে যান। লকডাউন শেষ হওয়ার পর ২০২০ সালে বিয়ে করেন হার্দিক-নাতাশা। চার বছর হতে না হতেই সুখের সংসারে ভাঙনের গুঞ্জন ছড়িয়ে পড়েছে।