শেষ আপডেট: 25th May 2024 15:57
দ্য ওয়াল ব্যুরো: সময়টা ভালো যাচ্ছে না হার্দিক পাণ্ডিয়ার। অধিনায়ক হিসাবে মুম্বই ইন্ডিয়ান্সে ফিরলে তাঁর দল গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে। চেনা ছন্দে নেই তারকা অলরাউন্ডার। টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে হার্দিকের সুযোগ পাওয়া নিয়েও উঠেছে প্রশ্ন। এরই মধ্যে হার্দিক পাণ্ডিয়ার বিয়ে ভাঙার তুমুল গুঞ্জন উঠেছে।
কেরিয়ারের টালমাটালের মাঝেই ব্যক্তিগত জীবনে সম্পর্কের টানাপোড়েনে শিরোনামে উঠে এসেছেন হার্দিক পাণ্ডিয়া। নেটদুনিয়ায় জল্পনা, আগে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নাতাশা স্ট্যানকোভিচ পাণ্ডিয়া লিখতেন হার্দিকপত্নী। সম্প্রতি পাণ্ডিয়া পদবি সরিয়ে নেন। হার্দিকের সঙ্গে নিজের সমস্ত ছবিও মুছে দিয়েছেন নাতাশা। যদিও দম্পতির পুত্র অগস্ত্যর সঙ্গে থাকা ছবিগুলো রয়েছে ইনস্টাগ্রামে।
এদিকে ডিভোর্সের গুঞ্জনের মাঝেই হার্দিকের সম্পত্তির ৭০ শতাংশ পাবেন নাতাশা, এমন খবরও সামনে এসেছে। যা নিয়ে তারকার ক্রিকেটারের পিছু ছাড়ছে না ট্রোলিং। যদিও হার্দিক বা নাতাশার পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে বিবাহ বিচ্ছেদের বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি। তবে শেষ পর্যন্ত বিয়ে ভাঙলে পাণ্ডিয়া তাঁর সম্পত্তির একটা বড় অংশ খোয়াতে পারেন বলেও মনে করা হচ্ছে।
অন্যান্য বার আইপিএলের অনেক ম্যাচেই হার্দিকের সমর্থনে গ্যালারিতে হাজির থাকতেন নাতাশা। কিন্তু চলতি মরশুমে আইপিএলের মাঠে একবারও নাতাশাকে মাঠে দেখা যায়নি। নাতাশার সঙ্গে সম্পর্কে ফাটলের বিষয়টি প্রথম সামনে আসে গত ৪ মার্চ। সেদিন ছিল নাতাশার জন্মদিন। স্ত্রীর জন্মদিনে শুভেচ্ছাও জানাননি হার্দিক। আর তারপর থেকেই জল্পনা শুরু, তবে কী তারকা দম্পতির সম্পর্কে চিড় ধরেছে?
সাধারণত সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় হার্দিক। ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি তিনি শেয়ার করেন। কিন্তু সাম্প্রতিককালে স্ত্রীকে নিয়ে কোনও পোস্টই শেয়ার করছেন না হার্দিক। যদিও অনেকের মতে, নেটদুনিয়ায় হার্দিকের পাশাপাশি ট্রোলের মুখে পড়তে হয়েছিল তাঁর স্ত্রীকেও। সেই জন্যই হয়তো স্টেডিয়ামে গিয়ে খেলা দেখা বা সোশ্যাল মিডিয়ায় হার্দিককে নিয়ে পোস্ট করা বন্ধ করে দিয়েছেন নাতাশা।
একটি পার্টি চলাকালীন হার্দিক আর নাতাশার প্রেম শুরু হয়েছিল। বেশ কিছুদিন তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। যদিও দু'জনেই প্রথম দিকে সম্পর্কের কথা লুকিয়ে যান। লকডাউন শেষ হওয়ার পর ২০২০ সালে বিয়ে করেন হার্দিক-নাতাশা। চার বছর হতে না হতেই সুখের সংসারে ভাঙনের গুঞ্জন ছড়িয়ে পড়ল।