শেষ আপডেট: 7th August 2024 11:14
দ্য ওয়াল ব্যুরো: ইজরায়েলি হানায় মৃত্যু হয়েছে হামাস প্রধান ইসমাইল হানিয়ার। আর তাঁর মৃত্যুর পর থেকেই খালি আসনে কে বসবেন তা নিয়ে জল্পলা শুরু হয়েছিল। এবার নতুন প্রধান ঘোষণা করল হামাস। গাজা স্ট্রিপের দায়িত্বে থাকা ইয়াহা সিনওয়ারকে হানিয়ের উত্তরসূরি ঘোষণা করা হয়েছে।
ইরানের একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে খুন হয়েছেন হানিয়া। গত সপ্তাহে তেহরানে হামলা চালিয়ে হামাস রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া ও তাঁর দেহরক্ষীকে হত্যা অভিযোগ ওঠে ইজরায়েলের বিরুদ্ধে। দেশে ঢুকে হামাস নেতাকে খুনের পরই যুদ্ধের চরম হুঁশিয়ারি দিয়েছে ইজরায়েল। ইতিমধ্যে বদলা নিতে শুরু করেছে লেবাননও। পাল্টা হামাসও যে দমে থাকবে না, তা বলা বাহুল্য।
গাজার খান ইউনিয়ের একটি শরণার্থী শিবিরে জন্ম হয়েছে ইয়াহার। হামাসে যোগ দেওয়ার আগে ইয়াহা ছিলেন ইজরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ প্রধান। ২০১৭ সালে হামাসের নেতা হিসাবে স্বীকৃতি পান তিনি। এর আগে ২৪ বছর ইজরায়েলের জেলেই কাটিয়েছেন হামাসের নতুন নেতা। ইজরায়েলে তাঁকে ‘প্যালেস্তাইনের ওসামা বিন লাদেন’ বলা হয়ে থাকে। হানিয়ার পর হামাসের মধ্যে সবচেয়ে শক্তিশালী নেতা হিসাবে মানা হয় ইয়াহাকে।
গত বছর ৭ অক্টোবর গাজা থেকে ইজরায়েলে হামলা চালিয়েছিল হামাস গোষ্ঠী। সেই হামলায় কয়েকশো মানুষের মৃত্যু হয়। এরপর থেকেই বিগত কয়েক মাস ধরে হামাসের সঙ্গে যুদ্ধে লিপ্ত ইজরায়েল। তারাও পাল্টা হামলা করেছে গাজায়। সেই হামলায় আবার কয়েক হাজার প্যালেস্টেনীয় নাগরিকের মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত। হামাসের দাবি, ইজরায়েলের হামলায় ৪০ হাজার মানুষের মৃত্যু হয়েছে গাজায়। আরও প্রায় কয়েক হাজার মানুষ ভূ-খণ্ড ছেড়ে চলে গেছেন অন্য সীমান্তে।
৭ অক্টোবরের হামলার পর ইজরায়েল দাবি করেছিল যে, তারা হামাস প্রধান হানিয়েকে হত্যা করেই ছাড়বে। কিন্তু এখনও পর্যন্ত ইজরায়েলি সেনা এই হামলার দায় স্বীকার করেনি। হানিয়েকে হত্যা করে হামাসকে বড় ধাক্কা দেওয়ার পরিকল্পনা ছিল ইজরায়েলের। তবে সেই ধাক্কা সামলিয়ে উঠে হামাস নতুন প্রধান ঘোষণা করল।