শেষ আপডেট: 3rd August 2024 16:04
দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যে আরও জটিল হতে চলেছে তার আভাস মিলেছে। হামাস প্রধান ইসমাইল হানিয়ে এবং হিজবোল্লা কমান্ডোর ফুয়াদ শোকরকে সম্প্রতি হত্যা করেছে ইজরায়েল। এই দুই ঘটনার জেরে কার্যত ইজরায়েলের বিরুদ্ধে 'যুদ্ধ' ঘোষণা করেছে ইরান। এই অবস্থায় সে দেশে থাকা ভারতীয়দের প্রাণহানির আশঙ্কা তৈরি হয়েছে। সেই কারণে তাঁদের বিশেষ বার্তা দিয়েছে ইজরায়েলের ভারতীয় দূতাবাস।
গত মঙ্গলবার বেরুটে হিজবোল্লা কমান্ডোর ফুয়াদ শোকরকে হত্যা করে ইজরায়েল। এর কয়েক ঘণ্টা পরই আবার জানা যায়, হামাস প্রধান হানিয়েকেও তেহরানে হত্যা করা হয়েছে। এই দুটি ঘটনার পর ইরান এবং তাঁরা যে সংগঠনগুলিকে সমর্থন করে তারা যে চুপ করে বসে থাকবে এমন ভাবার কোনও জায়গাই ছিল। বরং সঙ্গে সঙ্গে ইজরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার বার্তা দিয়েছে তারা। তাই সে দেশে থাকা ভারতীয়রা চরম সঙ্কটের মধ্যে পড়েছেন।
ইজরায়েলের ভারতীয় দূতাবাস তাই সেখানে থাকা ভারতীয়দের স্পষ্ট নির্দেশ দিয়েছে, প্রয়োজন ছাড়া এখন কিছুদিন বাড়ি থেকে না বেরতে। পাশাপাশি যে সমস্ত সেফটি প্রোটোকল মানতে বলা হচ্ছে তা যেন তাঁরা মানেন, সেই আর্জি জানানো হয়েছে। আসলে মঙ্গলবারের ঘটনার পরই সেখানের ভারতীয় দূতাবাস কড়া নির্দেশ দিয়ে কোনও ভারতীয়কে লেবানন না যেতে বলেছিল। একই সঙ্গে যারা এই মুহূর্তে লেবাননে আছেন, তাঁদেরকেও সেখান থেকে অন্য কোথাও চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
????*IMPORTANT ADVISORY FOR INDIAN NATIONALS IN ISRAEL*
— India in Israel (@indemtel) August 2, 2024
Link : https://t.co/OEsz3oUtBJ pic.twitter.com/COxuF3msn0
এই পরিস্থিতিতে বিমান যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে ইতিমধ্যে পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এয়ার ইন্ডিয়া। আগামী ৮ অগস্ট পর্যন্ত দিল্লি থেকে তেল আভিভের সমস্ত উড়ান বাতিল করেছে সংশ্লিষ্ট বিমান সংস্থা। এও জানানো হয়েছে, যে সকল যাত্রীদের ইতিমধ্যে টিকিট কাটা হয়ে গিয়েছে তাঁদেরসূচি পরিবর্তন কিংবা টিকিট বাতিলের সুযোগ দেওয়া হবে। সেক্ষেত্রে কোনও 'ক্যানসেলেশন' চার্জ নেওয়া হবে না।
শুধু এয়ার ইন্ডিয়া নয়, মধ্যপ্রাচ্যে যে উত্তেজনা ছড়িয়েছে তার জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে ইরান ও লেবাননের আকাশসীমা এড়িয়ে যাচ্ছে একাধিক উড়ান সংস্থা। ইজরায়েল এবং লেবাননগামী একাধিক বিমান বাতিল করে দেওয়া হয়েছে।