শেষ আপডেট: 21st June 2024 19:10
দ্য ওয়াল ব্যুরো: সৌদি আরবে এবার তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী। পারদ নামার নামই নেই! প্রায় ৫০ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করছে তাপমাত্রা। এরই মধ্যে হজে গিয়ে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। চলতি বছরে হজে এখনও পর্যন্ত ৯৮ জন ভারতীয়ের মৃত্যু হয়েছে, শুক্রবার তেমনটাই জানিয়েছে বিদেশ মন্ত্রক। আর সব মৃত্যুই স্বাভাবিক ও বার্ধক্যজনিত কারণে হয়েছে বলে জানোনো হয়েছে।
এদিন বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, প্রতি বছর বহু ভারতীয় হজে যান। এবছর সৌদি আরবে ১ লক্ষ ৭৫ হাজার ভারতীয় হজে গিয়েছেন। সাধারণত ৯ থেকে ২২ জুলাই হজের ভিড় সবচেয়ে বেশি হয়। মৃত ৯৮ ভারতীর মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে দুর্ঘটনায়। বাকিরা কেউ তীব্র গরম সহ্য করতে পারেননি। কারও আবার বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়েছে। গত বছর হজে গিয়ে ১৮৭ জনের মৃত্যু হয়। সেই সংখ্যাটা এবছর এখনও পর্যন্ত ৯৮-তে এসে দাঁড়িয়েছে।
সৌদি প্রশাসনের তরফে জানানো হয়েছে, চলতি বছর বয়স্ক হজযাত্রীর সংখ্যা অনেক বেশি। তাই স্বাভাবিকভাবেই বেশিরভাগ মানুষ এই প্রচণ্ড গরম সহ্য করতে পারছেন না। গরমের পাশাপাশি নাগাড়ে তাপপ্রবাহ চলার কারণে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। সবমিলিয়ে ৬৪৫ জনের মৃত্যুর খবর সামনে এলেও এই সংখ্যা যে আরও বাড়তে পারে তার আশঙ্কা করা হচ্ছে। কারণ এই মুহূর্তে অনেক হজযাত্রীর খোঁজ মিলছে না। তাদের মধ্যেও বেশিরভাগ ভারতীয়।
সে দেশের প্রশাসনের তরফ থেকে আগেই হজযাত্রীদের গরম নিয়ে বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছিল। সৌদি প্রশাসন পরামর্শ দিয়েছিল, তীর্থযাত্রীদের ছাতা ব্যবহার করতে, সময় ধরে অতিরিক্ত জল খেতে, সরাসরি রোদে না ঘুরতে। এদিকে রাস্তার ধারে যেভাবে মৃতদেহ উদ্ধার হয়ে চলেছে তা ক্রমশ চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে।