হরিহরপাড়ায় ছিনতাইবাজদের দৌরাত্ম্য
শেষ আপডেট: 9th June 2024 18:05
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: ছিনতাইয়ের আতঙ্ক মুর্শিদাবাদের হরিহরপাড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে কেবলরামপুর এলাকার বাসিন্দা ষষ্ঠী সরকার গানের অনুষ্ঠান থেকে বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন। সেই সময়ে কয়েকজন দুষ্কৃতী তাঁর বাইক আটকায়। ২০০০ টাকা দাবি করে। আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণের ভয়ে দেখালে তিনি সেই টাকা দুষ্কৃতীদের দিয়ে দেন। এরপরেই তাকে ছেড়ে দেয় দুষ্কতীরা।
রবিবার ভোর এক পিয়াঁজ ব্যবসায়ী বিশু মণ্ডল কাঁচা মাল ও টাকাপয়সা নিয়ে হাটে যাচ্ছিলেন। তখন তিনি ওই দুষ্কৃতী দলের খপ্পরে পড়েন। তার কাছ থেকে ২২ হাজার টাকা লুঠ করে তারা। আগ্নেয়াস্ত্র দেখিয়ে বিশুবাবুকেও মেরে ফেলার হুমকি দেয়। কোনওরকমে পালিয়ে বাঁচেন বিশু। এরপরে হারাধন মণ্ডল নামে এক মাছ বিক্রেতাকে পাকড়াও করে ছিনতাইবাজরা তাঁর কাছ থেকে ১২ হাজার টাকা নিয়ে নেয়।
পরে পর ছিনতাইয়ের খবর পেয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপরে বাসিন্দারা দুষ্কৃতীদের ধরতে কেবলারামপুরের একটি মাঠের ধারে জড়ো হন। চারদিক দিয়ে দুষ্কৃতীদের ঘিরে ফেলে। ধরা পড়ে গেছে দেখে প্রথমে গ্রামবাসীদের দিকে ও পরে শূন্যে কয়েক রাউন্ড গুলি ছুড়তে ছুড়তে পাটের জমি দিয়ে দৌড়ে পালায় ছিনতাইবাজদের দলটি। পরে হরিহরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে ওই দুষ্কৃতীদের তিনটি বাইক আটক করে থানায় নিয়ে যায়।
গ্রামবাসীদের অভিযোগ, গভীর রাত থেকে দুষ্কৃতীরা তাণ্ডব চালাচ্ছিল। আগেই পুলিশকে খবর দেওয়া হয়। কিন্তু তারা অনেক দেরিতে ঘটনাস্থলে আসে। রাতে যদি পুলিশ আসত তাহলে পরের ঘটনাগুলি ঘটত না বলে দাবি স্থানীয়দের।