শেষ আপডেট: 22nd February 2024 15:12
দ্য ওয়াল ব্যুরো: যে উপত্যকায় সবসময় গুলি-গোলার আওয়াজ শোনা যায়, সেই উপত্যকায় ক্রিকেট খেলছেন ক্রিকেট ঈশ্বর। ভারতীয় ক্রিকেটের কোহিনুর তিনি। শচীন তেণ্ডুলকার ক্রিকেট খেললে সারা ভারত স্তব্ধ হয়ে যায়।
এবার সপরিবারে কাশ্মীর গিয়ে শচীন কাশ্মীরের রাস্তায় ক্রিকেট খেললেন। সম্প্রতি শচীন পুলওয়ামায় ব্যাট প্রস্ততকারক কারখানায় গিয়েছিলেন স্ত্রী অঞ্জলি ও কন্যা সারাকে নিয়ে। সেদিনই নানা রকমের ব্যাট নেড়েচেড়ে দেখেছিলেন।
ভূস্বর্গে ব্যাট হাতে ‘ক্রিকেট ঈশ্বর’#sachintendulkar #cricket #Kashmir #gulmarg #TheWallBangla pic.twitter.com/uYiXbgD1I5
— The Wall (@TheWallTweets) February 22, 2024
ব্যাটের বিষয়ে বরাবরই খুঁতখুঁতে শচীন। এবার একেবারে অবাক করে দিলেন কাশ্মীরের রাস্তায় ক্রিকেট খেলে। গাড়িতে করে ভূস্বর্গের সৌন্দর্য্য উপভোগ করছিলেন। সেইসময় দেখেন কিছু স্থানীয় যুবক রাস্তায় ক্রিকেট খেলছেন। শচীনকে দেখেই তাঁরা আবদার করেন ক্রিকেট খেলার জন্য।
শচীন ওই স্থায়ীয় যুবকদের সঙ্গে ক্রিকেট খেলতে শুরু করে দেন। তাঁকে কভার ড্রাইভ, স্ট্রেট ড্রাইভ মারতে দেখা যায়। মাস্টারকে দেখে তাঁরা আপ্লুত হয়ে গিয়েছেন। শচীনের কাশ্মীরের রাস্তায় ক্রিকেট খেলার ছবি ও ভিডিও তুলে আপলোড করেছেন স্ত্রী ও কন্যা দু’জনেই। তারপরে আরও একবার কাশ্মীরের জনপ্রিয় একটি ব্যাট প্রস্ততকারক সংস্থায় সবকিছু দেখতে যান ভারতীয় ক্রিকেটের মহাজ্যোতিষ্ক।
কাশ্মীরের রাস্তায় খেলার সময় যেন কিছুক্ষণের জন্য ফিরেছে গলি ক্রিকেট। শচীন যখন ক্রিকেট খেলছেন, সেইসময় উইকেট করা হয়েছিল একটা তেলের ড্রাম দিয়ে। ওটা রাখা ছিল একটা বড় কার্টুনের ওপর। শচীন তাঁদের সঙ্গে ক্রিকেট খেলছেন, সেটা ভেবেই আবেগরুদ্ধ যুবকরা।