শেষ আপডেট: 4th July 2024 13:14
দ্য ওয়াল ব্যুরো: মহানগরীতে কয়েকদিনের মেঘ-বৃষ্টির ড্রিবলিংয়ে হাঁসফাঁস করা গরম সাইডলাইনে চলে গিয়েছে। দেশজুড়ে মৌসুমি বায়ুর প্রভাবে সর্বত্রই বৃষ্টির অকৃপণ দান ঝরে পড়ছে। কিন্তু, গরমের হাত থেকে পরিত্রাণ পেতে যে কাশ্মীরে মানুষ ছুটে যায়, সেখানেই এখন কলকাতার থেকে উষ্ণতা বেশি। চোখ কপালে উঠলেও আবহাওয়া দফতরের হিসাবে এটাই সত্যি!
গত ২৫ বছরের মধ্যে জুলাই মাসে এত গরম পড়েনি ভূস্বর্গের রাজধানী শ্রীনগরে। স্বাভাবিকের থেকে যা ৬ ডিগ্রি বেশি। উপত্যকায় গত কয়েকদিন ধরে তাপপ্রবাহ চলছে। বুধবার শ্রীনগরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যেখানে গতকাল কলকাতার তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস।
বেসরকারি আবহাওয়া পূর্বাভাসবিদ ফৈজান আরিফ বলেন, ১৯৯৯ সালের পর বুধবারই প্রথম জুলাই মাসে শ্রীনগরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৬ ডিগ্রিতে পৌঁছায়। সেবছর ৯ জুলাই ছবির শহরে তাপমাত্রা ৩৭.৯ ডিগ্রি ছুঁয়েছিল। তবে ভরা বর্ষার মাসে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ১০ জুলাই, ১৯৪৬ সালে। সেদিন ছিল ৩৮.৩ ডিগ্রি সেলসিয়াস।
জম্মু-কাশ্মীরের গড় তাপমাত্রার হিসাবে জুলাই এবং আগস্ট মাসে গ্রীষ্মের অনুভূতি থাকে। স্কি রিসর্ট গুলমার্গে বুধবার তাপমান ছিল ২৫.৭ ডিগ্রি। যা স্বাভাবিকের তুলনায় ৫.২ ডিগ্রি বেশি। পহলগাঁওয়ে সাড়ে ৫ ডিগ্রি বেশি তাপমাত্রায় পারদ চড়েছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস। সমতল জম্মুতে ছিল ৩৬.৬ এবং লাদাখের লেহ-তে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৭ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া দফতরের পূর্বাভাস বৃহস্পতিবার রাত থেকে বৃষ্টি নামতে পারে উপত্যকায়। জম্মুতে গভীর রাত অথবা ভোররাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। কাশ্মীরেও সামান্য বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।