শেষ আপডেট: 27th July 2024 16:55
দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গে সেইভাবে বৃষ্টি হচ্ছে না। আর অন্যান্য একাধিক রাজ্যের বেহাল দশা হচ্ছে মাত্রাতিরিক্ত বৃষ্টিতে। উত্তর-পূর্বের কয়েকটি রাজ্যের মতো অবস্থা খারাপ মহারাষ্ট্রের। সেই তালিকায় যোগ দিয়েছে গুজরাতও। বিগত দেড় মাসে বৃষ্টির কারণে এই রাজ্যে মৃত্যু হয়েছে ৬০ জনেরও বেশি মানুষের।
জুন মাসের মাঝামাঝি গুজরাতে বর্ষা ঢুকেছে। সেই থেকে এখনও পর্যন্ত ৬৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর। লাগাতার প্রবল বর্ষণের কারণে বিস্তীর্ণ এলাকা প্লাবিত। বহু মানুষ ইতিমধ্যেই ঘরছাড়াও হয়েছেন। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, গত ৪৮ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্ত মিলিয়ে। ঘরছাড়াদের উদ্ধার করতে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধারকাজও।
রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর এক আধিকারিকের কথায়, প্রতিদিনই কোনও না কোনও প্রান্ত থেকে মৃত্যুর খবর আসছে। কেউ জমা জলে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মারা যাচ্ছেন, কেউ বজ্রাঘাতের কারণে, আবার কেউ বাড়ির দেওয়াল ভেঙে পড়ে। মৃতদের মধ্যে বহু শিশুও আছে। গুজরাত প্রশাসন জানিয়েছে, ইতিমধ্যে অন্তত ১৫ হাজার জনকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
গুজরাতের এই পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তা পরিষ্কার নয়। কারণ মৌসম ভবন জানিয়েছে, আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে রাজ্যের একাধিক জেলায়। এই মুহূর্তে বৃষ্টির পরিমাণ কম হওয়ার কোনও সম্ভাবনা নেই। মূলত বরোদা, তাপি, সুরাটে টানা বৃষ্টি হবে বলে আভাস মিলেছে।
গুজরাত ছাড়াও প্রবল বৃষ্টির সতর্কতা রয়েছে মহারাষ্ট্র, রাজস্থান এবং গোয়াতে। পাশাপাশি ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তরাখণ্ড, কর্ণাটকের বিস্তীর্ণ এলাকায়। এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা বিকানের, শিখর, আগ্রা, প্রয়াগরাজ এবং রাঁচি হয়ে পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে।