শেষ আপডেট: 29th June 2024 13:53
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির পর এবার গুজরাতের রাজকোট। শনিবার রাজকোট বিমানবন্দরের বাইরে একটি ছাউনির বিরাট অংশ হুড়মুড় করে ভেঙে পড়ে। যদিও কেউ এই ঘটনায় হতাহত হননি। সংবাদ সংস্থা জানিয়েছে, ভারী বৃষ্টি ও প্রবল হাওয়ার জেরে এদিন বিমানবন্দরের বাইরের ছাউনির একটি অংশ আচমকাই ভেঙে পড়ে।
উল্লেখ্য, একদিন আগেই দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের ছাদ ভেঙে এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে দেশ উত্তাল হয়ে পড়ে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমেরও চর্চার বিষয় হয়ে ওঠে। শনিবারও দুর্ঘটনাগ্রস্ত এক নম্বর টার্মিনাল বন্ধ রয়েছে। তারমধ্যেই রাজকোটের এই ঘটনা দেশের বিমানবন্দরগুলির নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল।
এদিন রাজকোটের হিরাসার আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরের দিকে যাত্রী পিকআপ-ড্রপ এলাকায় ভারী বৃষ্টি ও প্রবল হাওয়ার জেরে ছাউনির একাংশ ভেঙে পড়ে। বিমানবন্দরের ডিরেক্টর দিগন্ত বাহোরা বলেন, বৃষ্টির ফলে জমা জলের কারণে ওই অংশটি ভেঙে পড়েছে। অস্থায়ী টার্মিনালের বাইরে দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় কারও চোটজখম লাগেনি।
গত শুক্রবার আবহাওয়া অফিস থেকে দক্ষিণ গুজরাতের উপর দিয়ে ঘূর্ণিঝড়ের মতো হাওয়া বইবে বলে পূর্বাভাসে বলা হয়েছিল। আগামী পাঁচদিন রাজ্যে বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে। শনিবার কেন্দ্রীয় আবহাওয়া দফতর দক্ষিণ গুজরাতে হলুদ সতর্কতা জারি করেছে। ওই অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।