শেষ আপডেট: 6th July 2024 21:39
দ্য ওয়াল ব্যুরো: গুজরাতের সুরাটে ভয়ঙ্কর দুর্ঘটনা। ভেঙে পড়ল বহুতল, মৃত্যু হয়েছে একজনের। এছাড়া একাধিক মানুষের চাপা পড়ে মৃত্যু হতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সূত্রে খবর, অন্তত ১০-১৫ জন চাপা পড়ে আছেন ধসের নীচে। পুলিশ এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে শুরু করেছে উদ্ধারকাজ।
সুরাটের শচীন জিআইডিসি এলাকায় এই ঘটনা ঘটেছে। যে বাড়িটি ভেঙে পড়েছে তা কয়েক বছর আগে তৈরি বলে স্থানীয়রা জানিয়েছেন। ১০-১৫ জনের চাপা পড়ার আশঙ্কা করা হলেও আদতে কতজন চাপা পড়ে রয়েছে সেটা নিয়ে নিশ্চিত হতে পারছে না কেউই। পুলিশ, দমকল বাহিনী ইতিমধ্যে উদ্ধারকাজ শুরু করে এক মহিলাকে উদ্ধার করেছে।
এখন প্রশ্ন হল, বাড়িটি কীভাবে আচমকা ভেঙে পড়ল। অনেকেই মনে করছেন, বিগত কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। সেই কারণে এই বিপত্তি। এর অর্থ, বৃষ্টির জল জমে হয়তো বাড়ির ভিত নড়ে গেছিল। যদিও মূলত ঠিক কোন কারণে এই বিপর্যয় তা এখনও পরিষ্কার হয়নি। পুলিশ তদন্ত করবে বলে জানিয়েছে। ওই বহুতলে বহু পরিবার ভাড়া থাকত। ভেঙে পড়ার পর ঘটনাস্থলের কিছু ভিডিও প্রকাশ্যে এসেছে, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
স্থানীয়দের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে, বহুতলের অবস্থা খুব একটা ভাল ছিল না এবং এখানে বেশি লোকও থাকত না। বাড়িটি ভেঙে পড়ার সময় তাতে পাঁচটি পরিবার ছিল বলে খবর। বেশিরভাগ ফ্ল্যাটই খালি ছিল। এনডিআরএফ, এসডিআরএফ উদ্ধারকাজ চালাচ্ছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই সকলকে উদ্ধার করা সম্ভব হবে বলে আশা করছেন তারা।