শেষ আপডেট: 22nd April 2024 20:42
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: পালকিতে বউ চলে যায়...নয়ের দশকের বিখ্যাত গানটা এখন অনেকের মনে আছে। কিন্তু পালকির দুলকি চালে বর আসতে দেখেছেন কখনও? পালকি চড়ে বর আসতে দেখে রাস্তায় রীতিমতো উপচে পড়ল ভিড়। এমন ঘটনার সাক্ষী থাকল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণার বাসিন্দারা। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
গড়বেতা থানার সন্ধিপুরের যাদববাটি গ্রামের বাসিন্দা ইসমাউল খানের বড় ছেলে ইব্রাহিম খান। তাঁর বিয়ে ঠিক হয়েছিল চন্দ্রকোনার কৃষ্ণপুর এলাকার চাষিবাড় গ্রামের সহেলী বানুর সঙ্গে। সোমবার ছিল বিয়ে। পাত্রীপক্ষের লোকজন সকালে থেকে আয়োজনের ব্যস্ত ছিলেন। দুপুর হতেই বরযাত্রী আসার অপেক্ষায় ছিলেন পাত্রীপক্ষ।
বিয়ে করতে বর এল পালকি চড়ে! #TheWallBangla #WestBengal #WestBengalNews #wedding pic.twitter.com/s42wqCnQhF
— The Wall (@TheWallTweets) April 22, 2024
তখন দুপুর ১২টা বাজে। রোদ চড়ে গেছে। গ্রামের মেটো রাস্তা ধরে দশটি গরুর গাড়ি এগিয়ে আসছিল বিয়ে বাড়ির দিকে। সওয়ারিরা সকলেই বরযাত্রী। পাত্রীর বাড়ির লোকজন ও পাড়া পড়শিরা তখন বরকে খুঁজছেন। ইতি উতি তাকাচ্ছেন। আচমকাই পালকিতে দুলতে দুলতে বর এসে পৌঁছল বিয়ে বাড়িতে। পালকি থেকে বরকে নামতে দেখে দাঁড়িয়ে থাকা উৎসুক মানুষগুলো হতবাক। অনেকেই বলেন "আগে শুনেছি নতুন বউ পালকি চড়ে শ্বশুরবাড়ি যেত। কিন্তু এখানে তো বর এল!"
পাত্রের বাবা ইসমাউল বলেন, "আমার তিন ছেলে। আজ বড় ছেলের বিয়ে। ছেলেরা যখন ছোট তখন আমার ইচ্ছে ছিল, ছেলেদের বিয়ে ১০-১৫ কিলোমিটার এলাকার মধ্যে হলে পালকি ও গরুর গাড়িতে করেই কনের বাড়িতে যাব, সেই আশা আজ পূর্ণ করলাম। এখন আমি চাই ছেলে বউমা ও সুখে সংসার করুক।"