শেষ আপডেট: 25th July 2024 20:48
দ্য ওয়াল ব্যুরো: ভালোবাসার মানুষের জন্য মৃত্যুবরণের নজির পৃথিবীর নানান প্রান্তে রয়েছে। কিন্তু মৃত্যুর পরেও ভালোবাসার মানুষকে বিয়ে, তাও সম্ভব! আসলে পৃথিবী ছেড়ে চলে গেলেও প্রিয় মানুষের স্মৃতিকে আঁকড়ে বেঁচে থাকতে চান অনেকেই। না, কোনও রূপোলি পর্দার গল্প নয়, বাস্তবেই ঘটেছে এমন ঘটনা। তাইওয়ানের এক তরুণী ঘটিয়েছেন এই কাণ্ড।
তাইওয়ানের এক যুগলের বিয়ের ঠিকঠাক ছিল। কিন্তু বিয়ের মাত্র কয়েকদিন আগে সবকিছু ওলটপালট হয়ে যায়। ভয়ঙ্কর পথ দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা। মৃত্যু হয় হবু বরের। কিন্তু মনের মানুষটি ছেড়ে চলে গেলেও প্রয়াত প্রেমিককেই বিয়ে করবেন বলে মনস্থির করে নেন তরুণী।
কিন্তু কেনই বা এমন সিদ্ধান্ত নেন তরুণী? পরিবার সূত্রে জানা গিয়েছে, চিনে ‘ভূতুড়ে বিবাহ’ নামে একটি বিয়ের প্রথা চালু রয়েছে। সেই 'অদ্ভূত' বিয়ের নিয়ম অনুযায়ী, দুই রকম বিয়ের প্রচলন রয়েছে। একটি নিয়মে, কোনও কারণে বাগদানের কথা হয়ে যাওয়ার পর হবু বর-কনের মৃত্যু হলে অভিভাবকেরা তাঁদের বিবাহের আয়োজন করেন। সেক্ষেত্রে দু’জনকে একত্রে সমাধিস্থ করা হয়।
আরেকটি নিয়ম অনুযায়ী, অবিবাহিত অবস্থায় কাজ অসম্পূর্ণ রেখে কেউ মারা গেলে, তাঁর আত্মার শান্তি হয় না। চিনের পুরনো সেই প্রথাকে সম্মান জানাতেই প্রয়াত প্রেমিকের সিদ্ধান্ত নেন তরুণী। তবে শুধু এই কারণেই নয়, ভালোবাসার মানুষের বয়স্ক মায়ের দেখভালের জন্যও মৃত মানুষকেই বিয়ে করতে চান তিনি।
দুর্ঘটনায় প্রেমিকের ভাইয়েরও মৃত্যু হয়েছে। বরাতজোরে কোনও রকমে প্রাণে বেঁচে যান তরুণী। গুরুতর জখম হন তিনি। এদিকে দুই সন্তানকে হারিয়ে শোকস্তব্ধ তরুণীর প্রেমিকের মা। তাই সেই পরিবারের বউ হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি । প্রয়াত প্রেমিকের ছবি, জামাকাপড় সামনে রেখেই কনের সাজে বিয়ে করেন তিনি।