শেষ আপডেট: 24th October 2023 13:50
দ্য ওয়াল ব্যুরো, পুরুলিয়া: বলিদান নিয়ে পুরুলিয়ায় রয়েছে আজব রীতি। রক্ত ঝরানো বন্ধ করতে তরোয়াল নিয়ে থানায় আসেন আয়োজকরা। সেই তরোয়ালকেই থানা চত্বরে গামছা দিয়ে মুড়ে দেন থানার বড়বাবু। এ ভাবেই শান্তির বার্তা দেন ছড়িয়ে দেন ওসি।
৮৮বছর ধরে এই রীতি চলে আসছে পুরুলিয়ার বান্দোয়ানে। পুরাতন সর্বজনীন দুর্গাপুজোর উদ্যোক্তারা অষ্টমীর সন্ধিপুজোর শেষে হয় এই রীতি করেন। এদিন খাঁদি উর্দি নয়, সাদা ধবধবে ধুতি- গেঞ্জি পরে রীতি পালন করেন দারগাবাবু। সারাদিন উপোস রাখেন। এরপর আয়োজকরা বলির তরোয়াল নিয়ে এলে ওসি গামছা দিয়ে ঢেকে দেন।
বান্দোয়ানের পুরাতন সর্বজনীন দুর্গাপুজো কমিটির সদস্যরা জানিয়েছেন, তাঁদের পুজোয় প্রাণীর রীতি নেই। তবে চালকুমড়ো ও আখ বলি দেওয়ার প্রথা রয়েছে। শান্তির বার্তা পৌঁছে দিতে ৮৮ বছর ধরে চলে আছে এই রীতি।
শুধু তাই নয়, ২০১১ সালে বান্দোয়ানে নব দুর্গা সর্বজনীন কমিটি নামে এটি পুজোর আয়োজন করা হচ্ছে। সেই পুজোর উদ্যোক্তারাও পুরাতন সর্বজনীনের পুজোর পদাঙ্কে হেঁটেছেন। ওই কমিটিও একইভাবে তাঁদের বলিদানের তরোয়াল থানায় ওসির হাতে তুলে দেন।
নব দুর্গার সার্বজনীন পুজো কমিটির সদস্যরা জানিয়েছেন, ১৩ বছর ধরে তাঁরা পুজোর আয়োজন করছেন। প্রথম থেকেই বলি দেওয়ার তরোয়ালকে থানায় আসেন তাঁরা। উগ্রতা কমিয়ে শান্তি ছড়িয়ে দেন।
বছরের পর বছর ধরে সন্ধি পুজো শেষে পুলিশ কর্তাকে ধুতি, গেঞ্জি পরে একেবারে পুরোহিতের বেশে দেখে আসছেন বান্দোয়ানের মানুষ। বর্তমানে বান্দোয়ান থানার ওসি শ্রীকান্ত মুলা। তাই তিনি এই রীতি পালন করেন এবছর। ঢাকি, পুরোহিত নিয়ে শোভাযাত্রা করে থানায় যান আয়োজকরা।