শেষ আপডেট: 25th October 2023 17:18
দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: এক সময় নীলকণ্ঠ পাখি উড়িয়ে মায়ের কৈলাশ যাত্রার সূচনা হতো। এখন অবলুপ্ত প্রায় পাখির তালিকায় রয়েছে নীলকণ্ঠের নাম। তাই পায়রা উড়িয়ে দেবীকে বিদায় জানানোর রেওয়াজ চালু হয়েছে মল্লরাজবাড়িতে।
মঙ্গলবার সূর্য অস্তাচলে যেতেই তিনবার তোপধ্বনি দিয়ে দেবীর ঘট নিয়ে রাজবাড়ির পুকুরের দিকে রওনা হন পুরোহিত। সঙ্গে মল্লরাজদের ১০২৭ বছরের বিশালাক্ষী দেবীকেও বের করে আনা হয়েছিল সেই সময়। মহাসমারহে দেবীর ঘট নিরঞ্জনের যাত্রা শুরু হয়।
ঘাটের কাছে এসে প্রথা মেনে দইয়ের মধ্যে চ্যাং মাছ ছাড়েন পরিবারের সদস্যরা। এরপরে সাদা পায়রা উড়িয়ে দেবীর কৈলাশে ফেরার বার্তা দেন। সঙ্গে আরও তিনবার গর্জে ওঠে মল্লরাজাদের তোপ। ঘট নিরঞ্জনের পরেই বিশালাক্ষী দেবীকে মন্দিরে ফিরিয়ে আনেন কূলপুরোহিত।
পরিবারের সদস্য জ্যোতিপ্রসাদ সিংহ রায় জানিয়েছেন, এদিন মোট ন'বার তোপধ্বনি দেওয়া হয়েছে। আগে নীলকণ্ঠ পাখি উড়িয়ে দেবীর কৈলাশ যাত্রার বার্তা দেওয়া হত। এখন নীলকণ্ঠের বিকল্প হিসাবে পায়রা ওড়ানো হয়। গোটা পৃথিবী এখন হিংসায় দীর্ণ। তাই শান্তির বার্তা ছড়িয়ে দিতেই পায়রাকে বেছে নেওয়া হয়েছে।