শেষ আপডেট: 19th July 2024 21:59
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসের মানহানি মামলায় কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদালত সূত্রের খবর, আগামী সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। আর সেই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীকে নিশানা করে রাজভবনের তরফে এক্স হ্যান্ডেলে করা হল পোস্ট।
শুক্রবার সন্ধে নাগাদ সোশ্যাল মিডিয়ায় রাজভবনের তরফে লেখা হয়, “জনগণের টাকা খরচ করে রাজ্যপালের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী প্রক্সি-যুদ্ধ করছেন।” শুধু তাই নয়, কড়া ভাষায় তোপ দেগে রাজভবনের বিবৃতি, “মুখ্যমন্ত্রীর নোংরা কৌশলে রাজ্যপাল ভয় পাচ্ছেন না। তিনি দুর্নীতি এবং রাজনৈতিক হিংসার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন।’’
FAQ
— Raj Bhavan Kolkata (@BengalGovernor) July 19, 2024
Q.What has been Raj Bhavan’s response to the complaint by a former employee.
Ans.
Immediately after the 02 May, 2024 fabricated allegations came to light an in-house judicial enquiry was conducted by a former Judge. In the preliminary report of the independent in-house…
মূলত প্রশ্নোত্তর আকারে রাজভবনের তরফে পোস্ট করা হয়েছে। প্রাক্তন কর্মচারীর অভিযোগের বিষয়ে রাজভবনের প্রতিক্রিয়া সহ একাধিক বিষয়ে প্রশ্ন এবং তার জবাব উল্লেখ করা হয়েছে। যেখানে অভিযোগকারিনী রাজ্যপালের সম্পর্কে ‘গল্প’ তৈরি করেছেন বলে দাবি করেছে রাজভবন। শুধু তাই নয়, রাজভবনের বয়ান অনুযায়ী, 'কলকাতা পুলিশ অভিযুক্তকে প্ররোচিত করেছে। সংবাদমাধ্যমে ভিডিয়োগ্রাফি ফাঁস করা হয়েছে।' রাজ্যপালের বিরুদ্ধে সমস্ত অভিযোগ 'তৈরি' করা হয়েছে, যার নেপথ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেই পোস্টে সরাসরি নিশানা করা হয়েছে।
অন্যদিকে, শ্লীলতাহানির অভিযোগ মামলায় এদিনই বিচার চেয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয়েছেন ‘নির্যাতিতা’। ওই মামলায় শুক্রবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পর্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চে রাজ্য ও কেন্দ্রের কাছে তাদের বক্তব্য জানতে চেয়েছে। এরপরই মুখ্যমন্ত্রীর আইনজীবী বোসের মানহানি মামলায় সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানানোয় তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।