শেষ আপডেট: 5th July 2024 17:39
দ্য ওয়াল ব্যুরো: শেষ হয়েও হইল না শেষ!
শুক্রবার দুুুপুরে বিধানসভায় শপথ বাক্য পাঠ করেছেন সদ্য জয়ী দুই প্রার্থী বরাহনগরের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবানগোলার রায়াত হোসেন সরকার। তারপরই বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সাংবিধানিক অনৈতিকতার অভিযোগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
পরে টুইটে নিজেই সেকথা জানিয়েছেন বোস। রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে এরপরের পদক্ষেপও জানতে চেয়েছেন রাজ্যপাল। যা শুনে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের টিপ্পনি, "রাজ্যপাল রাষ্ট্রপতির দ্বারস্থ হওয়ায় আমি খুশি। আমি তো আগেই রাষ্ট্রপতিকে বিষয়টি জানিয়েছি!"
— Raj Bhavan Kolkata (@BengalGovernor) July 5, 2024
৪ জুন সারা দেশের লোকসভা ভোটের ফলাফলের সঙ্গে রাজ্যের দুই বিধানসভা উপ নির্বাচনের ফলও প্রকাশ হয়েছিল। কিন্তু শপথ ঘিরে রাজভবন বনাম বিধানসভার মধ্যে জটিলতা তৈরি হয়। অবশেষে বৃহস্পতিবার রাজ্যপাল বিধায়কদের শপথগ্রহনের দায়িত্ব দেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে।
যদিও এদিন ডেপুটি স্পিকার নন, স্পিকারই শপথবাক্য পাঠ করান। রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে এই বিষয়টির উল্লেখ করে রাজ্যপাল লিখেছেন, পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার সাংবিধানিক রীতি নীতিও মানছেন না। রাজ্যপাল হিসেবে ডেপুটি স্পিকারকে দায়িত্ব দেওয়ার পরও তিনি সেই নির্দেশ অমান্য করে নিজেই শপথবাক্য পাঠ করিয়েছেন। এ ব্যাপারে কী করণীয় তাও জানতে চেয়েছেন রাজ্যপাল।
বিধানসভার এক বর্ষীয়ান বিধায়কের কথায়, "স্পিকার বা ডেপুটি স্পিকার যে কেউ শপথবাক্য পাঠ করাতে পারেন। কিন্তু ডেপুটি স্পিকার নিজেই রাজি হননি। তিনি জানান, স্পিকারের উপস্থিতিতে তিনি ওই দায়িত্ব পালন করলে তা স্পিকারকে অসম্মানের সমান। বিধানসভার কার্য উপদেষ্টা কমিটির বৈঠকেও এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ফলে রাজ্যপালের অভিযোগ ঠিক নয়।"