শেষ আপডেট: 30th June 2022 07:44
দ্য ওয়াল ব্যুরো: খুদে হলেও পিঁপড়েদের (Ants) সম্মিলিত জোর চমকে দেওয়ার মতো। ছোট্ট ছোট্ট পিঁপড়ের দল একসাথে কত কী যে বয়ে নিয়ে যেতে পারে তার হিসেব নেই। পিঁপড়েদের সেই সম্মিলিত শক্তির আরও এক অদ্ভুত পরিচয় পেলেন নেটিজেনরা। দল বেঁধে আস্ত একটা সোনার চেন (Gold Chain) টেনে নিয়ে যেতে দেখা গেল পিঁপড়েদের।
মজাদার সেই ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ার পর্দায়। ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার সুশান্ত নন্দা ভিডিওটি শেয়ার করেছেন। তাতে দেখা যাচ্ছে, একদল কালো পিঁপড়ে লাইন দিয়ে হেঁটে চলেছে। তাদের মাথায় রয়েছে একটা সোনার চেন! পাথুরে রাস্তা দিয়ে মাথায় চেন বয়ে নিয়ে যাচ্ছে পিঁপড়েরা।
ভিডিওটির ক্যাপশনে বলা হয়েছে, ‘ছোট্ট সোনা পাচারকারীরা। প্রশ্ন হল আইপিসি-র ঠিক কোন সেকশনের আওয়ায় এদের ধরা যায়?
বস্তুত, পিঁপড়েদের এই ভিডিও নতুন নয়। পুরনো ভিডিও। আগের বছরও এই ভিডিও ভাইরাল হয়েছিল। এবছর নতুন করে আরও একবার তা ভাইরাল হয়েছে।
মজাদার এই ভিডিও দেখে নানারকম প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। কেউ বলেছেন, একটু চিনি ছড়িয়ে দিন, ওরা সোনার চেন ফেলে চলে আসবে।’ কেউ আবার বলছেন, পিঁপড়েদের রানির জন্য এই উপহার নিয়ে যাচ্ছে ওরা। পিঁপড়েরা বরাবরই পরিশ্রমী। পৃথিবীর সবচেয়ে পরিশ্রমী প্রাণী হিসেবে পরিচিত তারাই।
আরও পড়ুন: খুদে হাতির সঙ্গে খেলতে গিয়েই বিপত্তি, অর্ধনগ্ন হতে হল মডেলকে! ভাইরাল সেই ভিডিও