শেষ আপডেট: 6th July 2024 14:27
দ্য ওয়াল ব্যুরো: ভগবানরূপে পুজো করা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর কাটআউটকে। উপোস করে সেই কাটআউটে দুধও ঢাললেন দলের কর্মীরা। রথযাত্রার আগে এমনই নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ২ নম্বর ব্লকের ছাতনি এলাকা।
প্রধানমন্ত্রী হিসেবে এবারে হ্যাটট্রিক করেছেন মোদী। সেই আনন্দে শুক্রবার ব্লকের বিজেপি নেতৃত্ব বিজয়া সম্মিলনীর আয়োজন করেছিলেন। সেখানেই মোদীর প্রতিকৃতিকে দুধ দিয়ে স্নান করানো হয়। ইতিমধ্যে সেই ছবি ভাইরাল।
বিজেপির স্থানীয় মণ্ডল সভাপতি অতুলচন্দ্র দাসের দাবি, "রামের অবতার হিসেবে মর্ত্যে এসেছেন প্রধানমন্ত্রী। তাই রামের পাশাপাশি আমরা ওনাকে পুজো করলাম। দুধ ঢেলে স্নানও করানো হল।"
বিষয়টি প্রকাশ্যে আসতে তীব্র কটাক্ষ ধেয়ে এসেছে তৃণমূল শিবির থেকে। ভোট প্রচারে প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন, তিনি ইশ্বরের পাঠানো দূত। তাঁর বায়োলজিক্যাল জন্ম হয়নি। ওই প্রসঙ্গ টেনে তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের কটাক্ষ, " ভোট প্রচারে ভগবানের অবতার চারশো পারের স্লোগান তুলেছিলেন। কিন্তু ফল প্রকাশ হতে দেখা যায়,, অন্য দলের সাহায্য নিয়ে সরকার গড়তে হচ্ছে। তাও সরকার কতদিন থাকবে, তা নিয়ে অবতার (মোদী) নিজেই সংশয়ে।"
বিষয়টি নিয়ে জনমানসেও মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তবে এব্যাপারে কোনও মন্তব্য করতে চাননি বিজেপির জেলা নেতৃত্ব।