শেষ আপডেট: 29th April 2024 15:46
দ্য ওয়াল ব্যুরো: আনন্দের পরিবেশে নিমেষে বিষাদের ছায়া। দিদির বিয়েতে নাচতে নাচতে আচমকাই মাটিয়ে লুটিয়ে পড়লেন এক তরুণী। কিছু বুঝে ওঠার আগেই সব শেষ। হৃদরোগে মত্যু হল ১৮ বছরের তরুণীর।
দিদির বিয়ে বলে কথা। সেজেগুজে আত্মীয়দের সঙ্গে যোগ দিয়েছিলেন নাচের আসরে। সেখানেই মর্মান্তিক পরিণতি হল রিমশা নামের ওই তরুণীর। নাচতে নাচতেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। উত্তরপ্রদেশের মীরাটের আহমেদ নগর এলাকায় মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। সেই ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
UP : मेरठ में बहन के हल्दी प्रोग्राम में डांस कर रही रिमशा नामक युवती की मौत हुई। डॉक्टर इसे हार्ट अटैक बता रहे हैं। pic.twitter.com/FXa2cIzEh4
— Sachin Gupta (@SachinGuptaUP) April 28, 2024
রবিবার রিমশার খুড়তুতো দিদির বিয়ে ছিল। সেই উপলক্ষে শুক্রবার বাড়িতে চলছিল গায়ে হলুদের অনুষ্ঠান। বাড়ি ভর্তি আত্মীয় পরিজনেরা বিয়ের বিভিন্ন নিয়ম পালন করছিলেন। সঙ্গে চলছিল নাচ গানের অনুষ্ঠানও। ভাই-বোনেদের সঙ্গে আনন্দের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রিমশাও।
নাচের মাঝেই আচমকা মাথা ঘুরে যায় তরুণীর। সঙ্গে সঙ্গে পাশে থাকা এক বোনের হাত ধরে ফেলেন তিনি। তারপর কয়েক মুহূর্তের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকেরা জানান, তরুণীকে যখন হাসপাতালে নিয়ে আসা হয় ততক্ষণে তাঁর মৃত্যু হয়েছে। বিয়ের অনুষ্ঠানে মৃত্যুর ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
বিগত দিনে অল্প বয়সিদের মধ্যে হৃদরোগে আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। বিশেষ করে করোনা পরবর্তী সময়ে দেশের নানা প্রান্তে এমন অকাল মৃত্যুর ঘটনা প্রকাশ্যে এসেছে। প্রায় সবকটি ক্ষেত্রেই মৃত্যুর কারণ হিসেবে উঠে এসেছে হৃদরোগ। বহু ক্ষেত্রে সেই ঘটনার ভিডিও ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়ায়।