Abhijit Gangopadhyay - Gaurav Gogoi
শেষ আপডেট: 25th July 2024 17:40
প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি সাংসদ বুধবার লোকসভায় তাঁর প্রথম বক্তৃতা দিয়েছেন। কিন্তু সেই প্রথম বক্তৃতার মধ্যেই ‘গডসে’ খোঁচা শুনতে হল তাঁকে। তিনি কংগ্রেস সাংসদকে পাল্টা ‘স্টুপিড’ তথা বোকা বলায় তোলপাড় পড়ে গেল লোকসভায়।