শেষ আপডেট: 30th January 2019 18:30
দ্য ওয়াল ব্যুরো: সর্দিতে নাক ফ্যাঁচফ্যাঁচ হোক, বা নিছকই আঙুলের আলতো ছোঁয়া, হাঁচির সঙ্গে নাকের ভিতরের অনুসঙ্গিক কিছু জিনিস বাইরে বেরিয়ে আসে সেটা তো সবারই জানা, কিন্তু হাঁচির সঙ্গে কখনও নাক থেকে আস্ত আংটি বেরিয়ে আসতে দেখেছেন? না দেখে থাকলে এই তরুণীকে দেখে নিন। নাক চুলকাতে চুলকাতে সজোরে একটা হ্যাঁচ্চো! তাতেই খপ করে বেরিয়ে এল আস্ত একটা আংটি। হাতের তালুতে সেটিকে নিয়ে চোখ চিকচিক করে উঠল তরুণীর। আরে, এটাই তো সেই ছেলেবেলায় হারিয়ে যাওয়া সাধের আংটি। মাত্র আট বছর বয়সে আঙুল থেকে খোয়া গেছিল সেটি। এতদিন পরে আবার সে এসেছে ফিরিয়া। ইংল্যান্ডের বাসিন্দা আবিগেল থম্পসন। বছর কুড়ির ঝকঝকে তরুণী। পেশায় বিউটি থেরাপিস্ট। জানিয়েছেন, আট বছরের জন্মদিনে মায়ের দেওয়া উপহার ছিল ওই আংটি। সব সময়েই আঙুলে পরে থাকতেন তিনি। একদিন খেলতে গিয়ে হঠাৎ দেখেন আংটি উধাও। চারদিক খুঁজেও তার সন্ধান মেলেনি। আবিগেল বলেন, "আমি আর মা ভেবেছিলাম আংটি বুঝি চুরি গেছে। আমার বন্ধুর সংখ্যাও তখন বেশি ছিল না। ভেবেছিলাম তাদের মধ্যেই কেউ একজন আংটিটা সরিয়ে ফেলেছে। এতদিন পর এইভাবে ফিরে পাবো ভাবতেও পারিনি।" বারো বছর ধরে নাকের ভিতর আস্ত একটা আংটি বয়ে বেড়ালেন কী করে? আবিগেল জানান, নাকের ভিতর একটা অস্বস্তি হত তাঁর এটা ঠিক, তবে শ্বাস নিতে কখনও অসুবিধা হয়নি। "এখন মনে হয় নাক চুলকাতে গিয়েই অসাবধানতা বসত আংটিটা নাকে ঢুকে যায়। তারপর সেখানেই সেঁধিয়েছিল এত বছর," ছেলেবেলার হারিয়ে যাওয়া বন্ধুকে ফিরে পেয়ে তরুণীর মুখে তৃপ্তির হাসি।