Huge Blaze At Eye Hospital In Delhi
শেষ আপডেট: 5th June 2024 13:32
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির একটি শিশুদের চক্ষু হাসপাতালে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটল। বুধবার বেলা সাড়ে ১১টা নাগাদ দাউদাউ করে জ্বলে ওঠে রাজধানীর লাজপত নগর এলাকার আই সেভেন নামে শিশু চক্ষু হাসপাতালে। আগুনের ভয়াবহতা দেখে পৌঁছে যায় ১২টি দমকলের ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন দমকল কর্মীরা।
ঘটনাস্থলে গিয়ে দেখা গিয়েছে, হাসপাতালের একতলায় দাউদাউ করে আগুন ধরে গিয়েছে। গলগল করে বেরিয়ে আসছে ধোঁয়া। দমকলের আধিকারিকরা জানিয়েছেন, এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।
উল্লেখ্য, গত মে মাসে প্রায় এ ধরনেরই একটি ঘটনা ঘটেছিল। দিল্লির একটি শিশু হাসপাতালে অগ্নিকাণ্ডে ৭টি সদ্যোজাতের মৃত্যু হয়। তবে ১২টি সদ্যোজাতকে নিরাপদে বের করে আনতে সক্ষম হন উদ্ধারকারীরা।