শেষ আপডেট: 4th January 2023 11:23
শীত মানেই পার্টি সিজন। এই সময় পার্টি, গেট টু গেদার, নানা ধরনের সেলিব্রেশন লেগেই থাকে। ফলে তার জন্য চাই উপযুক্ত অ্যাটায়ার। ফ্যাশন ডিজাইনার শুভদীপ মিত্রের উইন্টার কালেকশন (Winter Collection of Fashion Designer) এক কথায় আপ টু দ্য মার্ক। শুভদীপ তাঁর কালেকশন নিয়ে কথা বললেন। সাক্ষাৎকার নিলেন চৈতালি দত্ত।
আপনার উইন্টার কালেকশনের স্পেশ্যালিটি কি?
মূলত আমি ইন্দো-ওয়েস্টার্ন ফিউশন কালেকশন করেছি, যা আমার সিগনেচার স্টাইল। এছাড়াও ফ্যাব্রিক থেকে শুরু করে এমবেলিশমেন্ট, প্যাটার্ন-- এটাই হল আমার কাজের বিশেষত্ব। মূলত আমি পিওর ফ্যাব্রিক নিয়ে কাজ করতে পছন্দ করি।
প্রতিটি কালেকশনে আমার নিজস্ব সিগনেচার স্টাইল রয়েছে। ফলে আমার প্রতিটা কালেকশনের মধ্যেই একটা ভিন্নতা রয়েছে। একঘেয়েমি কিছু নেই। আর এই সময় নানা রকমের পার্টি, গেট টুগেদার, ইভেন্ট তো নিরন্তর লেগেই থাকে। সেখানে পরে যাওয়ার জন্য যে ধরনের পোশাকের প্রয়োজন হয়, ঠিক সেই চিন্তাভাবনা করেই আমার এই কালেকশন করা।
মেয়েদের জন্য এই সিজনে কী ধরনের অ্যাটায়ার আপনি লঞ্চ করেছেন?
লঙ গাউন, ড্রেসেস তো আছেই। খানিকটা ওয়েস্টার্ন প্যাটার্নের শর্ট ড্রেসও তৈরি করেছি। প্রতিটি প্যাটার্ন আলাদা।
এই সময়কে মাথায় রেখে কী ধরনের ফ্যাব্রিক নিয়ে কাজ করেছেন ?
আমি আগেই বলেছি, পিওর ফ্যাব্রিক নিয়ে আমি কাজ করি। এ ক্ষেত্রে তার ব্যতিক্রম হয়নি। বেশিরভাগই পিওর সিল্ক নিয়ে কাজ করেছি।
সিল্কের মধ্যে প্রচুর ভ্যারাইটি আছে-- তসর সিল্ক, সিল্ক শার্টিন, মালাই সিল্ক ইত্যাদি। কিছু ক্ষেত্রে জর্জেট, নেট ব্যবহার করেছি । আবার শিমার, সিকোয়েন্স ফ্যাব্রিকও রয়েছে, যা নাইট পার্টির জন্য আইডিয়াল।
কালেকশনে কী ধরনের কালার প্যালেট আছে?
অরেঞ্জ এবং পিচের নানা ধরনের শেডস রয়েছে। সেই সঙ্গে শীতের উষ্ণতা বাড়াতে কিছু উইন্টার টোনও কালারের সঙ্গে মিক্স ম্যাচ করেছি। এক্ষেত্রে নেভি ব্লু, গোল্ডেন, রেড ইত্যাদি, যা পার্টি উপযোগী।
আপনার সিগনেচার স্টাইল কী?
আমি ভীষণ প্যাটার্ন নিয়ে এক্সপেরিমেন্ট করি। সেই সঙ্গে তার সঙ্গে আমার ক্রিয়েটিভিটি ওয়ার্ক থাকে। তবে একটা কথা অবশ্যই বলব, কোনও প্যাটার্ন আমি রিপিট করি না। এছাড়াও এমবেলিশমেন্ট করতে নানা রকমের এমব্রয়ডারি থাকে।
গ্লিটারি লিপস, ইলাবরেট আইজ, উইন্টার পার্টির ট্রেন্ডি টিপস দিলেন সেলেব্রিটি মেকআপ আর্টিস্ট